Hero Xtreme 125R: ফের 'হিরো'গিরি ! প্রকাশ্যে হিরো এক্সট্রিমের লুক, কেমন ফিচার্স, কত দাম ?

Hero Motocorp: মাত্র ৫.৯ সেকেন্ডের মধ্যেই এই গাড়িতে ৬০ কিমি প্রতি ঘণ্টায় বেগ ওঠে। হিরো এক্সট্রিমের লুক চমকে দেবে আপনাকেও। জানেন এর কী ফিচার্স ?

ছবি- হিরো এক্সট্রিম

1/8
হিরো মাভেরিক ৪৪০ মডেলের পর এবার হিরো আনতে চলেছে আরও একটি অভিনব মডেল Hero Xtreme 125R। ১২৫ সিসির বাইকের দুনিয়ায় তাক লাগাবে এই মডেল। নতুন ইঞ্জিনের ব্যাপারে কথা বলা দরকার ঠিকই, কিন্তু এর যে লুক তা সবার আগে নজর কাড়ে। ছবি- নিজস্ব
2/8
অনেকটাই প্রিমিয়াম লুক এনে দিয়েছে হিরো এক্সট্রিম। আকারেও বেড়েছে বেশ খানিকটা। হিরোর অন্য মডেলের তুলনায় একেবারেই আলাদা। ১২৫ সিসির গাড়ির থেকে এর আকার বেশ অনেকটাই বড় দেখায়। ছবি- নিজস্ব
3/8
Hero Xtreme –এর দুটি প্রধান ভ্যারিয়্যান্ট আনা হয়েছে বাজারে। একটি Hero Xtreme 125R-এর IBS মডেল এবং অন্যটি Hero Xtreme 125R-এর ABS মডেল। ছবি- নিজস্ব
4/8
ইঞ্জিনের কথা বলতে গেলে এটি এয়ার-কুলড ১২৫ সিসির মডেল, সিঙ্গল সিলিন্ডার, ইঞ্জিন রয়েছে এতে যা 11.5hp ক্ষমতার 8,000 rpm ঘূর্ণনগতি সম্পন্ন। ছবি- নিজস্ব
5/8
১২৫ সিসি বাইক হিসেবে এটি যথেষ্ট, ১২৫এস পালসারের সঙ্গে এই বাইকের মডেল অনায়াসে পাল্লা দেবে। মাত্র ৫.৯ সেকেন্ডের মধ্যেই এই গাড়িতে ৬০ কিমি প্রতি ঘণ্টায় বেগ ওঠে। বাড়তি পাওনা i3S idle stop start system। ছবি- নিজস্ব
6/8
120/80 section plus 37 mm ফ্রন্ট সাসপেনশন সহ এই বাইকে রিয়ার হুইল অত্যন্ত চওড়া। ছবি- Heromotocorp.com
7/8
ফিচার্সের মধ্যে রয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, সিগনেচার এলইডি টেইলল্যাম্প, এলসিডি ইনস্ট্রুমেন্ট, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। ছবি- নিজস্ব
8/8
হিরো এক্সট্রিমের দুটি ভ্যারিয়্যান্টের দামের ক্ষেত্রেও খানিক ফারাক রয়েছে। প্রথমটির দাম মাত্র ৯৫ হাজার টাকা, সেখানে দ্বিতীয় মডেলের দাম ৯৯,৫০০ টাকা। ছবি- Heromotocorp.com
Sponsored Links by Taboola