Hero Vida 1 Pro: ২৩০০০ টাকা ছাড়, সঙ্গে আরও সুবিধে ! যেমন সস্তা, তেমনি দুর্দান্ত ফিচার্স হিরো ভিডার ই-স্কুটারে
স্কুটারের দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। তার উপর সরাসরি ২৩ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে হিরোর ভিডা প্রো মডেলে। সঙ্গে রয়েছে আরও কিছু সুবিধে। কিনবেন ভাবছেন ? ছবি- vidaworld.com
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিরো মোটোকর্প একের পর এক চমক দিচ্ছে ২০২৪ সালে। মাভেরিক, এক্সট্রিম এই ধরনের বাইকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটারের দুনিয়াতেও বিপ্লব ঘটাচ্ছে হিরোর ভিডা ১ প্রো। ছবি- vidaworld.com
২৩০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট, তার উপর অতিরিক্ত ৬১৪৫ টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে এই গাড়ির বুকিংয়ে। তাছাড়া এক্সটেন্ডেড ব্যাটারি ওয়্যার্যান্টিও আছে ৩৫০০ টাকার। ছবি- vidaworld.com
হিরো ভিডা ১ প্রো মডেলের দাম ১,৪৫,৯০০ টাকা। আর সমস্ত ছাড় হিসেব করলে এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাবে ১.২৫ লক্ষ টাকার মধ্যেই। ছবি- vidaworld.com
হিরোর এই নতুন ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ওঠে ৮০ কিমি প্রতি ঘণ্টায় এবং একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১১০ কিমি রাস্তা। ছবি- vidaworld.com
মাত্র ৬৫ মিনিটেই ৮০ শতাংশ চার্জ সম্পূর্ণ হয়ে যায় এই স্কুটারের। ৩.২ সেকেন্ডের মধ্যে এই স্কুটারে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। আরও চমক রয়েছে হিরোর এই ভিডা ১ প্রো স্কুটারে। ছবি- vidaworld.com
এতে রয়েছে একটা টাচস্ক্রিন ডিসপ্লে, এলইডি ল্যাম্প, এমারজেন্সি সুইচ, ফলো মি লাইটস, ব্লুটুথ ওয়াইফাই কানেক্টিভিটি, ফোর জি নেভিগেশন, ক্রুইজ কন্ট্রোল ইত্যাদি আরও অনেক ফিচার্স রয়েছে। ছবি- vidaworld.com
এর সঙ্গে হিরো ভিডা স্কুটারে ৫ বছরে ৫০ হাজার কিমি এবং ৩ বছরে ৩০ হাজার কিমি রাস্তা যাওয়ার ওয়্যার্যান্টি দেওয়া হয়েছে। ছবি- vidaworld.com
এর ব্যাটারি প্যাকও রিমুভেবল অর্থাৎ আলাদা করে খুলে চার্জ দেওয়া যায়। এছাড়াও আরও দুভাবে চার্জ দেওয়া যায় এই স্কুটারের ব্যাটারি। পোর্টেবল চার্জারের মাধ্যমে এবং ডিসি ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এই গাড়িতে। ছবি- vidaworld.com
লাল, সাদা, কমলা, সিয়ান এবং কালো এই রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে হিরো ভিডা ১ প্রো স্কুটার। ছবি- vidaworld.com
- - - - - - - - - Advertisement - - - - - - - - -