Honda Amaze: ১৯ কিমি মাইলেজ, ৬টা এয়ারব্যাগ আর দারুণ শক্তি ! নয়া হোন্ডা অ্যামেজে রয়েছে দুরন্ত সব ফিচার্স
ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে হোন্ডার নয়া অ্যামেজ সংস্করণ। এই গাড়ির দাম শুরু হয়েছে ৮ লক্ষ টাকা থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নতুন হোন্ডা অ্যামেজ মডেলের দৈর্ঘ্য ৩৯৯৫ মিমি। এই হোন্ডার মডেলে আপনি ১৭২ মিমির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন।
মূলত তিনটি ট্রিমে বাজারে এসেছে এই হোন্ডা অ্যামেজ গাড়িটি৮। ভি, ভিএক্স এবং জেডএক্স। এতে বুট স্পেস রয়েছে ৪১৬ লিটারের।
এই নতুন হোন্ডা অ্যামেজে রয়েছে একটি ১.২ লিটারের পেট্রোল এবং ৪ সিলিন্ডারের ইঞ্জিন যাতে ইটুও রয়েছে। এই ইঞ্জিনে ৯০ বিএইচপি শক্তি ও ১১০ এনএম টর্ক উৎপন্ন হয়।
এই গাড়িতে আপনি পাবেন দুটি গিয়ারবক্স বিকল্প। এই গাড়িতে মাইলেজ দেবে ১৮.৬৫ কিমি প্রতি লিটারে যদি ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশনে চালানো হয়।
এতে আবার সিভিটি অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পও রয়েছে। আপনি পাবেন প্যাডল শিফটার, আর এর কারণে গাড়িতে আপনি ১৯.৪৬ কিমি প্রতি লিটারের মাইলেজ পাবেন।
হোন্ডার নয়া অ্যামেজ ভার্সনে আপনি একটি ফ্ল্যাগ প্যাটার্নের গ্রিল পাবেন তাও আবার ক্রোমের সঙ্গে। এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ডি আরএল এবং টার্ন ইন্ডিকেটর এই গাড়ির অন্যতম ফিচার্স।
১৫ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল, পাওয়ার অ্যাডজাস্টেবল ওআরভিএম এই গাড়ির পিছনে ইনস্টল করা আছে।
৮ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, ওয়্যারলেস চার্জিং ইত্যাদি সুবিধে থাকবে এই হোন্ডা অ্যামেজে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই গাড়িতে রাখা হয়েছে এডিএএস ফিচার্স। ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের সঙ্গে রয়েছে ৬টি এয়ারব্যাগও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -