Honda Elevate SUV: চিন্তা বাড়ল ক্রেটার ! ভারতে এল হন্ডা এলিভেট, দেখে নিন ছবি
কোম্পানি গাড়ি প্রকাশ্যে আনার তারিখ ঘোষণা করেছিল আগেই। সেই অনুযায়ী ৬ জুন আজ ভারতে প্রথম দেখা গেল হন্ডা এলিভেট (Honda Elevate SUV)। এটি কোম্পানির নতুন মাঝারি আকারের SUV,যা কোম্পানির দেশের বুকে প্রথম এসইউভি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিটি ও অ্যামেজের পরে ভারতে কোম্পানির পোর্টফোলিওতে এটাই তৃতীয় পণ্য। জেনে নিন কী বিশেষত্ব রয়েছে এই নতুন SUVতে।
নতুন Honda Elevate SUV-এর ডিজাইন ইতিমধ্যেই বিশ্ববাজারে বিক্রি হওয়া HR-V A CR-V-র ডিজাইনের মতো দেখতে হয়েছে। এটি প্রায় 4.3 দৈর্ঘ্যের সঙ্গে আসবে। হোন্ডার পণ্য হওয়ায় এর অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে Elevate লেভেল-2 ADAS (Advanced Driver Assistance Systems) সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবে।
এছাড়াও এতে একটি 10-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম যুক্ত থাকবে। নতুন SUV-তে ABS, 6টি এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, EBD, অ্যাক্সেস অ্যালার্ট, পিছনের সিটবেল্ট রিমাইন্ডার, গাড়ির স্থিতিশীলতা সহায়তা প্রযুক্তি, জরুরি স্টপ ও অন্যান্য সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে।
হন্ডার নতুন মাঝারি আকারের এসইউভি কোম্পানির মাঝারি আকারের সেডান সিটির পাওয়ারট্রেন ব্যবহার করবে। এটি একটি 1.5-লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনে চলবে যা 121 bhp শক্তি উৎপন্ন করে।
এতে পাবেন 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যা CVT-র সঙ্গে যুক্ত থাকবে। এ ছাড়াও এতে স্ট্রং হাইব্রিড প্রযুক্তি সহ একটি 1.5-লিটার অ্যাটকিনসন সাইকেল পেট্রোল ইঞ্জিনের বিকল্প রয়েছে, যা একটি ই-সিভিটি ট্রান্সমিশনের সঙ্গে পাবেন ক্রেতা।
নতুন Honda Elevate SUV আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে যা এই বছরের অগস্টের মধ্যে বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
লঞ্চের সময় এই SUV-এর দাম প্রকাশ করা হবে। এই নতুন মাঝারি আকারের SUV-র এক্স-শোরুম মূল্য 10 লক্ষ টাকা থেকে 18 লক্ষ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।
নতুন Honda Elevate ভারতীয় বাজারে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটোস এবং মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।
Maruti Suzuki Grand Vitara একটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিনে চালিত হয়, যা হালকা হাইব্রিড ও শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন বিকল্পগুলির সঙ্গে বাজারে আসবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -