Car Rule: শোরুম থেকে কিনে আনার পর কত বছর ধরে চালাতে পারবেন পছন্দের গাড়ি ? নিয়ম বদলেছে সরকার
Car Usage Policy: গাড়ি ক্রেতাদের জন্য নিয়ম পরিবর্তন হয়েছে। শোরুম থেকে বের হওয়ার পর গাড়িটি কত বছর পর্যন্ত চালানো যাবে ? জানুন নতুন নিয়ম।
গাড়ি কেনার সময় মানুষজন এটাই ভাবে যে এটি কত বছর চলবে এবং কতদিন রাস্তায় ব্যবহার করা যাবে। সরকার সময় সময় এ নিয়ে নিয়মে পরিবর্তন করেছে। এখন নতুন নিয়ম চালু করা হয়েছে।
1/8
প্রথমত গাড়ির একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। ১৫ বছর পর গাড়ি হয় স্ক্র্যাপ করতে হত, না হয় ৫ বছরের জন্য পুনরায় রেজিস্ট্রেশন করতে হত। সাধারণত মানুষ মনে করত এই সময়ের পর গাড়ি রাখা কঠিন হয়ে যায়।
2/8
কিন্তু এখন এই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে, লোকেরা তাদের ২০ বছর পুরনো গাড়িরও পুনর্নিবন্ধন করে রাস্তায় চালাতে পারবে। ভারত সরকার সম্প্রতি নতুন নিয়ম চালু করেছে।
3/8
অর্থাৎ, যে গাড়িগুলো আগে সময়সীমা পার হওয়ার পর অকেজো বলে মনে করা হত, সেগুলো এখন আবার রাস্তায় নামতে পারবে। গাড়ির পুনর্নিবন্ধন করার জন্য ফি-এর পরিবর্তন করা হয়েছে। এখন মালিকদের পুরনো গাড়ির বৈধতা বাড়ানোর জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে।
4/8
এই ফি আগে থেকে বেশি। নিয়মগুলির কারণে মালিকদের ভাবতে হবে পুরনো গাড়ি রাখা লাভজনক হবে নাকি নতুন কেনা ভালো বিকল্প হবে। এই ফি গাড়ির ক্যাটেগরি অনুসারে আলাদাভাবে রাখা হয়েছে।
5/8
নতুন বিধান কার্যকর হওয়ার পরে পুরনো গাড়ির ভ্যালু আগে থেকে ভালো হতে পারে। কারণ মালিক তাদের রাস্তায় চালানোর আইনি অধিকার অর্জন করবেন। যদিও এটা তখনই হতে পারে যখন মালিকরা নির্ধারিত ফি পরিশোধ করে গাড়ির পুনর্নিবন্ধন করান। সরকারের উদ্দেশ্য পরিষ্কার যে রাস্তায় সেই গাড়িগুলো চলবে যেগুলো বৈধ নিবন্ধনের সাথে আছে।
6/8
এই কারণেই ফি বাড়ানোর সাথে একটি সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে, গাড়ির আয়ু এখন কেবল কোম্পানির নির্দিষ্ট করা বছর পর্যন্ত সীমাবদ্ধ নয়। ২০ বছর পুরনো গাড়িও পুনরায় রেজিস্ট্রেশন করে চালানো যেতে পারে।
7/8
যদিও এর জন্য অতিরিক্ত ফি দিতে হবে। নতুন নিয়মটি মানুষকে বিকল্প দেয়, তারা চাইলে পুরনো গাড়ি ব্যবহার করতে পারে অথবা নতুন গাড়ি কিনতে পারে।
8/8
পুরনো গাড়ির রেজিস্ট্রেশনের ফি বেড়েছে। তবে জিএসটি সংস্কার হলে এই গাড়ি কেনার খরচ অনেকটাই কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Published at : 24 Aug 2025 10:59 AM (IST)