Hyndai Creta Facelift: এক্সটিরিয়র, ইন্টিরিয়র দুই ক্ষেত্রেই আমূল বদল ! বাজারে প্রতিযোগিতা বাড়াবে হুন্ডাই ক্রেটার নতুন SUV
নতুন এই হুন্ডাই ক্রেটার মডেল এসে গেল। ৭টি নতুন ট্রিম এবং ৭টি আলাদা আলাদা রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই মডেলটি। এর মধ্যে যদিও একটি ডুয়াল টোনও রয়েছে। ছবি- হুন্ডাই ক্রেটা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্সটিরিয়র লুকের দিক থেকে দেখলে নতুন হরাইজন এলইডি পজিশনিং ল্যাম্প, ডিআরএল, কোয়াড বিম এলইডি ল্যাম্প, সিকোয়েন্সিয়াল টার্ন ইন্ডিকেটর ইত্যাদি সমস্ত সুবিধে পাওয়া যাবে এই মডেলে। ছবি- হুন্ডাই ক্রেটা
নতুন প্যারামেট্রিক ব্ল্যাক ক্রোম গ্রিলের মত এমন এক প্যাটার্ন রয়েছে এই গাড়িতে যা কিনা হুন্ডাইয়ের গ্লোবাল SUV মডেলগুলির অনুরূপ। ফ্রন্ট এন্ডে দেখা যাচ্ছে নতুন সিলভার ফিনিশ প্লেট, স্কোয়ার প্যাটার্নের বাম্পার ডিজাইন ইত্যাদি নতুন সব ফিচার্স। ছবি- হুন্ডাই ক্রেটা
নতুন হুন্ডাই ক্রেটা মডেলে আবার অভিনব ১৮ ইঞ্চির অ্যালয় হুইল ডিজাইনও রয়েছে, রিয়ার ডিজাইনে নতুন এলইডি টেইলল্যাম্প, নতুন স্পয়লার ডিজাইন, ইন্টিগ্রেটেড এলইডি স্টপল্যাম্প, নতুনভাবে ডিজাইন করা টেইলগেট দেখা যাবে এই মডেলে। ছবি- হুন্ডাই ক্রেটা
হুন্ডাইয়ের নতুন মডেলগুলির মধ্যে লাইটবার একটি সংযোজন বলা চলে। এছাড়া ১০.২৫ ইঞ্চির একটি টাচস্ক্রিনএর সঙ্গে ইনবিল্ট নেভিগেশন, ব্লুলিঙ্ক কানেক্টিভিটির সুবিধাও রয়েছে এতে। ডিজিটাল ক্লাস্টারের পাশাপাশি ড্রাইভিং এক্সপিরিয়েন্সের দিক থেকে বাড়তি সুবিধে হল এর ADAS অ্যালার্ট। ছবি- হুন্ডাই ক্রেটা
এসব ছাড়াও নতুন ক্রেটা ফেসলিফট মডেলের ফিচার্সের মধ্যে রয়েছে সারাউন্ড ভিউ মনিটর, ব্লাইন্ড স্পট মনিটর, ডুয়াল জোন অটোমেটিক টেম্পারেচার কনট্রোল, স্মার্ট প্যানোরমিক সানরুফ, ৮ ওয়ে পাওয়ার ড্রাইভার সিট ইত্যাদি। ছবি- হুন্ডাই ক্রেটা
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ৮-স্পিকার বোস অডিয়ো সিস্টেম, ৭০ কানেক্টেড কার ফিচার্স, অন-বোর্ড মিউজিক অ্যাপ ইত্যাদি। ছবি- হুন্ডাই ক্রেটা
সেফটি ফিচার্সের মধ্যে হুন্ডাই ক্রেটায় রয়েছে 19 Level 2 ADAS, ৬ এয়ারব্যাগ, অল হুইল ডিস্ক ব্রেক, ইলেকট্রনিক স্টেবিলিটি কনট্রোল। ছবি- হুন্ডাই ক্রেটা
ইঞ্জিনের কথা বলতে হলে নতুন ক্রেটায় ১১৫ বিএইচপি, ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটড পেট্রোল এবং ১১৫ বিএইচপি ডিজেল ইঞ্জিন। দুই ক্ষেত্রেই ম্যানুয়াল এবং ডিসিটি অটোমেটিক ফেসিলিটি রয়েছে। ছবি- হুন্ডাই ক্রেটা
নতুন পাওয়ারট্রেনের মধ্যে ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে যা 160hp/250Nm ক্ষমতা সম্পন্ন, এছাড়াও এর সঙ্গে ৭ স্পিড ডিসিটি অটোমেটিক এবং প্যাডল শিফটারও রয়েছে। ছবি- হুন্ডাই ক্রেটা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -