৬০০ কিলোমিটার রেঞ্জের সীমাবদ্ধতা পার, নতুন মাইলস্টোন তৈরি করবে Hyundai Ioniq 6 EV
হুন্ডাইয়ের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai Ioniq 6 EV একবার চার্জ দিলে ৬১৪ কিলোমিটার সফর করতে পারবে। ৬০০ কিলোমিটার রেঞ্জের যে সীমাবদ্ধতা ছিল তা ইতিমধ্যেই পার করেছে হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুন্ডাইয়ের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড Ioniq তাদের Ioniq 5 গাড়ির সঙ্গেই লাভের মুখ দেখেছিল। এবার বাজারে আসছে হুন্ডাই Ioniq 6 EV। এই ইলেকট্রিক গাড়ি একটি সেডান মডেল।
এই গাড়িতে রয়েছে WLTP রেটিং প্রাপ্ত ৬১৪ কিলোমিটার রেঞ্জ। এর ফলে Hyundai Ioniq 6 EV পরিণত হয়েছে এই সেগমেন্টের most efficient sedans in the EV space মডেলে।
জানা গিয়েছে, Ioniq 5 গাড়ির মতোই Ioniq 6 মডেলেও রয়েছে E-GMP বা Electric Global Modular Platform আর্কিটেকচার। আকার এবং আয়তনের দিক থেকে হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ি এরোডায়নামিক মডেল।
হুন্ডাইয়ের এই ইলেকট্রিক ভেহিকেল লম্বায় ৪৮৫৫ মিলিমিটার। এছাড়াও হুন্ডাই হুন্ডাইয়ের নতুন ইলেকট্রিক গাড়ি Hyundai Ioniq 6 EV ১৮৮০ মিলিমিটার চওড়া এবং ১৪৯৫ মিলিমিটার উঁচু।
Hyundai Ioniq 6 EV- তে একটি লং রেঞ্জের ৭৭.৪ kWh ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে দুটো ইলেকট্রিক মোটর। তার মধ্যে rear-wheel-drive (RWD) অথবা all-wheel-drive (AWD) কনফিগারেশন রয়েছে।
সর্বোচ্চ পর্যায়ে top-of-the-line dual motor setup- এ রয়েছে একটি AWD অপশন। এর সাহায্যে ২৩৯ kW এবং ৬০৫ Nm of torque শক্তি উৎপন্ন হবে।
চার্জিংয়ের নিরিখে হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে 400-V এবং 800-V চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একটি 350-kW চার্জারের সাহায্যে হুন্ডাইয়ের Ioniq 6 ইলেকট্রিক গাড়িতে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ১৮ মিনিটে।
হুন্ডাইয়ের Ioniq 5 গাড়ির মতো Ioniq 6 গাড়িতেও রয়েছে vehicle-to-load (V2L) ফাংশন। এর ফলে যেকোনও ইলেকট্রিক ডিভাইসে চার্জ দেওয়ার জন্য এই গাড়ি ব্যবহার করা যাবে।
হুন্ডাইয়ের এই ইলেকট্রিক গাড়ির ভিতরের অংশে একটি ১২ ইঞ্চির ফুল টাচ ইনফোটেনমেন্ট ডিসপ্লে এবং ১২ ইঞ্চির ডিজিটাল ক্লাস্টার রয়েছে। এর সঙ্গে রয়েছে Hyundai SmartSense, Advanced Driver Assistance Systems।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -