ABP Live Auto Awards 2022: এবিপি লাইভ অটো অ্যাওয়ার্ডস- কোন কোন গাড়ি পেল সেরার শিরোপা?
আয়োজিত হয়েছে এবিপি লাইভ অটো অ্যাওয়ার্ডস। চলতি বছরে ২০ ডিসেম্বর এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে abplive.com এবং ABP LIVE + Auto Live সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে। নিজস্ব চিত্র
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের বাজারের একাধিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের সম্ভার নিয়ে যোগ দিয়েছিল এই পুরস্কার অনুষ্ঠানে। বিভিন্ন মাপকাঠির উপর নির্ভর করে ১৫টি আলাদা আলাদা বিভাগে শ্রেষ্ঠ গাড়ির শিরোপা দেওয়া হয়েছে। কোন কোন গাড়ি পেল এই শিরোপা? এন্টি লেভেল কার অফ দি ইয়ার হয়েছে Maruti Alto K10। নিজস্ব চিত্র
'কার অফ দি ইয়ার' পুরস্কার পেয়েছে Hyundai Tucson। নিজস্ব চিত্র
'এসইউভি অফ দ্য ইয়ার ২০২২'-এর শিরোপা পেয়েছে Maruti Grand Vitara। নিজস্ব চিত্র
'সেডান অফ দি ইয়ার ২০২২'-এর পুরস্কার মিলেছে VW Virtus-এর। নিজস্ব চিত্র
'লাক্সারি কার অফ দি ইয়ার ২০২২'-এরও একটি বিভাগ ছিল। সেই বিভাগে বিজয়ী Land Rover Range Rover। নিজস্ব চিত্র
'লাক্সারি এসইউভি অফ দি ইয়ার ২০২২'-এর বিভাগে জয়ী Jeep Grand Cherokee। নিজস্ব চিত্র
EV of the year এর বিজয়ী Mercedes EQS 580 4MATIC। নিজস্ব চিত্র
পারফরম্যান্স কার অফ দি ইয়ারের বিজয়ী Ferrari 296 GTB। নিজস্ব চিত্র
দুচাকাও ছিল এই অনুষ্ঠানে। প্রিমিয়াম বাইক অফ দি ইয়ারের শিরোপা Suzuki Katana-র। নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -