Electric Car: ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম ভারতে কত হতে পারে?

Ola Electric Car: ইলেকট্রিক স্কুটারের পর এবার ভারতে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা।

ওলা ইলেকট্রিক গাড়ি

1/10
ভারতে লঞ্চ হতে চলেছে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির দাম কত হতে পারে এবং কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে তা দেখে নেওয়া যাক।
2/10
ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ২০২১ সালের ১৫ অগস্ট ভারতে প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটার। চলতি বছর স্বাধীনতা দিবসে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক প্রকাশ করেছে সংস্থা।
3/10
শোনা যাচ্ছে ওলার এই স্মার্ট ফাস্টেস্ট ইলেকট্রিক গাড়ি যার সঙ্গে স্পোর্টস কার- এর ফিচারের অনেক মিল থাকতে চলেছে তা ভারতে সম্ভবত লঞ্চ হবে ২০২৪ সালে।
4/10
ওলার ইলেকট্রিক গাড়িতে একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব হবে। শোনা গিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে ওলার এই ইলেকট্রিক গাড়িতে।
5/10
সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম নিয়েই হইচই শুরু হয়েছে। ওলা কর্তৃপক্ষ এখনও তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির দাম সঠিকভাবে প্রকাশ করেনি।
6/10
তবে সম্প্রতি সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে ওলার ইলেকট্রিক গাড়ির দাম হতে পারে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে।
7/10
ওলার ইলেকট্রিক গাড়ি একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। স্মার্ট ডিজাইন এবং লুকের ঝকঝকে এই গাড়ি ওলার স্মার্টেস্ট গাড়ি হতে চলেছে।
8/10
শোনা যাচ্ছে ঘণ্টায় ০-১০০ কিলমিটার/ঘণ্টা স্পিড তুলতে হলে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে স্পোর্টস কার- এর।
9/10
ইতিমধ্যেই ওলা ইলেকট্রিক সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল ওলা ইলেকট্রিক কার- এর একটি টিজার ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।
10/10
২০২৪ সালে লঞ্চ করবে শোনা গেলেও ওলা ইলেকট্রিক সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
Sponsored Links by Taboola