Electric Car: ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম ভারতে কত হতে পারে?
ভারতে লঞ্চ হতে চলেছে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির দাম কত হতে পারে এবং কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে তা দেখে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ২০২১ সালের ১৫ অগস্ট ভারতে প্রথম লঞ্চ করেছিল ইলেকট্রিক স্কুটার। চলতি বছর স্বাধীনতা দিবসে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির ঝলক প্রকাশ করেছে সংস্থা।
শোনা যাচ্ছে ওলার এই স্মার্ট ফাস্টেস্ট ইলেকট্রিক গাড়ি যার সঙ্গে স্পোর্টস কার- এর ফিচারের অনেক মিল থাকতে চলেছে তা ভারতে সম্ভবত লঞ্চ হবে ২০২৪ সালে।
ওলার ইলেকট্রিক গাড়িতে একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব হবে। শোনা গিয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে ওলার এই ইলেকট্রিক গাড়িতে।
সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম নিয়েই হইচই শুরু হয়েছে। ওলা কর্তৃপক্ষ এখনও তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির দাম সঠিকভাবে প্রকাশ করেনি।
তবে সম্প্রতি সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে ওলার ইলেকট্রিক গাড়ির দাম হতে পারে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে।
ওলার ইলেকট্রিক গাড়ি একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে। স্মার্ট ডিজাইন এবং লুকের ঝকঝকে এই গাড়ি ওলার স্মার্টেস্ট গাড়ি হতে চলেছে।
শোনা যাচ্ছে ঘণ্টায় ০-১০০ কিলমিটার/ঘণ্টা স্পিড তুলতে হলে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে স্পোর্টস কার- এর।
ইতিমধ্যেই ওলা ইলেকট্রিক সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল ওলা ইলেকট্রিক কার- এর একটি টিজার ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।
২০২৪ সালে লঞ্চ করবে শোনা গেলেও ওলা ইলেকট্রিক সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -