F77 Mach 2 Launched: মে মাসেই হাতে আসবে এই ev বাইক! প্রতি কিলোমিটার যেতে কত খরচ?
F77 Mach 2 Price: একাধিক ফিচার রয়েছে এই মোটরবাইকের। ২ রকম ভার্সন রয়েছে
নিজস্ব চিত্র
1/10
ভারতেই রয়েছে এই মোটরবাইক সংস্থা। বেঙ্গালুরুতেই রয়েছে এর অফিস। এবার Ultraviolette ভারতে আনল তাদের নতুন বাইক। নাম- F77 Mach 2. কিনতে গেলে দাম পড়বে ২.৯৯ লক্ষ টাকা।
2/10
F77-এর আপডেটেড ভার্সন এটি। প্রথম ১০০০ জন ক্রেতার জন্য়ই রয়েছে এই দামটি।
3/10
সংস্থার দাবি, এটাই এখন দ্রুততম ইলেক্ট্রিক মোটরবাইক- যার রেঞ্জ ৩২৩ কিলোমিটার। এতে রয়েছে রেকন ভার্সনের জন্য ১০.৩ kWh ব্যাটারি প্য়াক। স্ট্যান্ডার্ড ভার্সনের ক্ষেত্রে রেঞ্জ ২১১ কিলোমিটার। ব্য়াটারি প্যাক ৭.১ kWh
4/10
Ultraviolette F77 Mach 2-তে রয়েছে ৩০ kW (40.2 hp) পাওয়ার। যার সঙ্গেই 100nM এর পিক টর্ক। মোটরবাইক প্রস্তুতকারক সংস্থার দাবি, এই দু'চাকা ০ থেকে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে উঠতে পারে মাত্র ২.৮ সেকেন্ডে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
5/10
এর সঙ্গেই এই মোটরবাইকে রয়েছে 3-level Traction Control System. এরই সঙ্গে ১০ লেভেলের রিজেনারেটিভ ব্রেকিং এবং ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল
6/10
এছাড়াও এরই সঙ্গে রয়েছে নেভিগেশন, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, Hill Hold, চার্জ লিমিট এবং আরও কিছু।
7/10
Ultraviolette F77 Mach 2-এর ২টো ভার্সন রয়েছে। এর মধ্যে F77 Mach 2 Recon-এর তিনটি আলাদা রয়েছে- Shadow, Airstrike and Laser
8/10
প্রথম ১০০০ ক্রেতার জন্য Ultraviolette F77 Mach 2- এর দাম হবে ২.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে উপরের রেঞ্জের F77 Mach 2 Recon-এর দাম হতে পারে ৩.৯৯ লক্ষ টাকা।
9/10
রয়েছে বড়সড় ওয়ারেন্টিও। ৮ বছর বা ৮ লক্ষ কিলোমিটার ব্য়াটারি এবং ড্রাইভট্রেইন ওয়ারেন্টি রয়েছে F77 এবং F77 Mach 2 Recon-এ
10/10
লুকস- আগের মতোই রয়েছে। নতুন রং আনা হয়েছে। বেশকিছু প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। আনা হয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধাও। যা ৬০ মিনিটের মধ্যেই হয়ে যাবে। Ultraviolette F77 Mach 2 ডেলিভারি করা হবে ২০২৪ সালের মে মাস থেকে।
Published at : 25 Apr 2024 05:19 PM (IST)
Tags :
Ultraviolette F77 Mach 2