Jeep India: Wrangler ফিরছে নতুন রূপে, ফিচার্সে কী বদল এল ?
ভারতের বাজারে আসতে চলেছে জিপ ইন্ডিয়ার Wrangler-এর নতুন ভার্সন। নতুন রূপে ফিরছে এই পুরনো ঐতিহ্যবাহী মডেলটি। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন সেভেন স্লটের গ্রিল, কালো টেক্সচারের স্লট থাকছে এই জিপ ইন্ডিয়ার নতুন মডেলে। ছবি- নিজস্ব
এর নতুন গ্রিল আগের থেকে অনেক বেশি স্লিম এবং নতুন ভার্টিকাল স্লটগুলি তুলনায় বেশি শীতলকারক হিসেবে রাখা হয়েছে গাড়ির মধ্যে।
আন্তর্জাতিক বাজারে, এই নতুন র্যাংলার ১০টি আলাদা আলাদা রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। তবে ভারতের বাজারে এই জিপ ইন্ডিয়া হয়ত সব ভ্যারিয়ান্ট আনবে না। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
১২.৩ ইঞ্চির নতুন টাচস্ক্রিন মডেল এসেছে, এসেছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এর আগে টাচস্ক্রিন ছিল ছোট আকারের।
টাচস্ক্রিনের নিচে নতুন কিছু ভেন্ট লাগান হয়েছে। এখনকার মডেলে যে গোল আকৃতির ভেন্ট রয়েছে, এই মডেলেও একইভাবে তা রাখা হয়েছে।
এর মধ্যে আছে, ১২ ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস অ্যাপল কার-প্লে ও অ্যান্ড্রয়েড অটো। নিরাপত্তার প্রযুক্তির ক্ষেত্রেও আরও অনেক সংযোজন এসেছে।
Wrangler 2024-এর মধ্যে রয়েছে ড্রাউজি ড্রাইভার অ্যালার্ট, লেন ডিপার্চার ওয়ার্নিং, ট্রাফিক সাইন ইনফরমেশন ইত্যাদি। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
এর ফেসলিফটেড মডেল ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনেই আসবে বাজারে। এছাড়া আসবে একটি 4xe PHEV version।
ভারতে যে মডেলটি আসবে কিছুদিনের মধ্যে সেখানেও যে এত কিছু ফিচার্স থাকবে, তাতে নিশ্চয়তা কিছু নেই। তবে এর কিছু ফিচার্স যে নিঃসন্দেহে থাকবে তা ধরেই নেওয়া যায়। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -