Kawasaki Ninja: প্রিমিয়াম মডেলের বাইক কিনবেন ? কাওয়াসাকির নিঞ্জা ৩০০ দেখেছেন কি ?
বাইক নির্মাতা (Kawasaki Ninja 500) সংস্থাগুলি কিছুদিন ধরেই পারফরম্যান্স এবং প্রিমিয়াম মডেলের বাইক নির্মাণের উপর জোর দিচ্ছে আর ভারতের বাজারে ক্রমেই এই প্রিমিয়াম বাইকের চাহিদা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ৫.২ লাখ টাকা দামেই কাওয়াসাকি ভারতের বাজারে নিয়ে এল আরেকটি প্রিমিয়াম বাইকের মডেল কাওয়াসাকি নিঞ্জা ৫০০। ছবি- নিজস্ব
দামের দিক থেকে একটা ছোটখাটো চার চাকার গাড়িকেও হার মানাবে এই কাওয়াসাকির বাইক। শুধু তাই নয়, ফিচার্সেও রয়েছে চমক। ছবি- নিজস্ব
Aprilia RS457 মডেলটির সঙ্গে ভারতের বাজারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নামবে কাওয়াসাকি নিনজা ৫০০। এতে আছে ৪৫১ সিসির ইঞ্জিন যা মূলত প্যারালাল টুইন ইঞ্জিন। ছবি- নিজস্ব
দামের কথা বলতে গেলে নিনজা 400 বাইকটির দামের সঙ্গে নতুন এই নিনজা মডেলের দামে কোন ফারাক নেই। এর দাম একটি এলিমিনেটর ক্রুজারের থেকে কিছুটা কম। ছবি- নিজস্ব
নিনজা ৫০০-র সিটের উচ্চতা ৭৮৫ মিমি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৪৫ মিলিমিটার। বাইকের ফিচারস এর মধ্যে রয়েছে এলইডি হেড লাইট, এলসিডি ডিসপ্লে তার সঙ্গে ব্লুটুথ সংযুক্ত, আসিস্ট এন্ড স্লিপার ক্লাচ, সিক্স স্পিড গিয়ারবক্স এবং সবশেষে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। ছবি- ছবি- কাওয়াসাকি নিঞ্জার ওয়েবসাইট
বিশ্বে বাজারে বিভিন্ন রঙের ভ্যারিয়ান্টে পাওয়া গেলেও কাওয়াসাকি নিঞ্জা ৫০০ ভারতে শুধু অল ব্ল্যাক রঙের ভ্যারিয়ান্টেই পাওয়া যাচ্ছে। পরে সবুজ রঙের মডেলও আসতে পারে বাজারে। ছবি- কাওয়াসাকি নিঞ্জার ওয়েবসাইট
বাজারে RS457 মডেলের যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এই কাওয়াসাকি নিঞ্জা ৫০০। আগের মডেলের দাম যেখানে ৪.১০ লাখ টাকা, সেখানে কাওয়াসাকির দাম অনেকটাই বেশি। ছবি- কাওয়াসাকি নিঞ্জার ওয়েবসাইট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -