Kia Sonet Facelift 2023: SUV অথচ দাম সাধ্যের মধ্যে ! Kia Sonet-এর মনকাড়া ফিচার্স
কত দাম হতে চলেছে এই গাড়ির? তা এখনও স্পষ্ট জানা যায়নি, তবে জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারি মাসেই এই গাড়ি বাজারে চলে আসবে। ৫ সিটের এই Kia Sonet Facelift বাজারে এলেই পাল্লা দিয়ে টেক্কা দিতে চলেছে হুন্ডাই, টাটা নেক্সন আর মারুতি ব্রেজাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতে রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিসট্যান্ট সিস্টেম বা ADAS। অর্থাৎ গাড়িচালক যদি মুহূর্তের জন্য অসাবধানও হন তাহলেও গাড়ির এই সিস্টেম নানা সেন্সরের মাধ্যমে গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
থাকছে নতুন এলইডি ল্যাম্প, সি-শেপের ডিআরএল। গাড়ির নিরাপত্তার জন্য গাড়িতে রাখা হয়েছে ৬টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভার্টিকাল টেইল ল্যাম্প ইত্যাদি।
কিয়া ইন্ডিয়ার এই মডেলে অনেকরকম রং দেখা যাবে। তার মধ্যে এই প্রথম পিউটার অলিভ রঙের ব্যবহার করতে চলেছে কিয়া ইন্ডিয়া।
সেন্টার কনসোলে বাটন ক্লাটার বদলে গেলেও তাতে একটি নতুন লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে রাখা হয়েছে ১০.২৫ ইঞ্চি আকারের একটি টাচ স্ক্রিন।
নিউ সেলটোস গাড়ির মডেলের অনুরূপ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সাজানো হয়েছে এই গাড়িতে। এক কথায় পুরনোর মধ্যেই নতুনের ছোঁয়া।
গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন পাবেন যাতে একটি ৫ স্পিড ম্যানুয়াল রয়েছে। এছাড়াও এই গাড়ির মডেলে ১.০ লিটারের একটি টার্বো পেট্রল ইঞ্জিনও রয়েছে।
পেট্রলের পাশাপাশি ডিজেলেও চলবে এই গাড়ি। সেক্ষেত্রে একটি ১.৫ লিটার ইঞ্জিন, ৬ স্পিড ম্যানুয়াল থাকছে সনেটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -