Kia Sonet facelift 2024: গাড়ির দুনিয়া কাঁপাবে কিয়া সনেটের ফেসলিফট মডেল, কত দামে পাবেন?
Kia Sonet facelift: সাব কম্প্যাক্ট SUV-র ক্ষেত্রে নতুন সব ফিচার্স আর অসাধারণ লুকের সমাহারে কিয়ার এই মডেল আপনার নজর কাড়তে বাধ্য।
ছবি- কিয়া সনেট
1/9
অবশেষে আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে কিয়া সনেটের ফেসলিফট মডেল। এই অবসরে সংস্থার তরফ থেকে জানা গেল এই নতুন মডেলের দামও। আগের মডেলের তুলনায় দাম বাড়ল নাকি কমল ? সাধ্যের মধ্যেই কি থাকছে কিয়ার এই নতুন ফেসলিফট ? চলুন দেখে নেওয়া যাক। ছবি- নিজস্ব
2/9
সাব কম্প্যাক্ট SUV-র ক্ষেত্রে নতুন সব ফিচার্স আর অসাধারণ লুকের সমাহারে কিয়ার এই মডেল আপনার নজর কাড়তে বাধ্য। ভিস্যুয়াল টুইক রয়েছে এই গাড়ির মডেলে যা কিনা এর প্রধান USP। ছবি- নিজস্ব
3/9
গাড়ির দাম শুরু হচ্ছে ৭.৯৯ লক্ষ টাকা থেকে যেখানে মূলত তিন ধরনের ইঞ্জিন অপশন রয়েছে। ডিজেল রেঞ্জের দাম শুরু হচ্ছে ৯.৭ লক্ষ টাকা থেকে। ছবি- নিজস্ব
4/9
তারপর জিটি লাইন এবং এক্স লাইন ভ্যারিয়্যান্টের দাম পেট্রোল ইঞ্জিনের জন্য ধার্য হয়েছে ১৪.৫০ লক্ষ এবং ১৪.৬৯ লক্ষ টাকা। অন্যদিকে একই মডেলের ডিজেল ইঞ্জিন ভার্সনের দাম পড়বে যথাক্রমে ১৫.৫০ লক্ষ এবং ১৫.৬৯ লক্ষ টাকা। ছবি- নিজস্ব
5/9
ডিসিটি অটোমেটিক সহ টার্বো পেট্রোল ইঞ্জিন মডেল কেনাই ভাল হবে আপনার জন্য। কারণ সেখানে একইসঙ্গে আপনি iMT-ও পেয়ে যাবেন। আউটরাইট পাঞ্চ এবং অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ডিসিটি আর টার্বো পেট্রোলের কম্বিনেশন একেবারে উপযুক্ত বলা চলে। ছবি- নিজস্ব
6/9
গাড়ির ইন্টিরিয়রে ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ প্রিমিয়াম ফিচার্সের এবং এর লে আউটও ড্রাইভ মোডের সঙ্গে বদলানো যায়। টাচস্ক্রিনে রয়েছে একেবারে হাল আমলের ইনফোটেইনমেন্ট সিস্টেম। ছবি- নিজস্ব
7/9
লুকের ক্ষেত্রেও কিয়া সনেটের মডেলে এসেছে আমূল বদল। ডিআরএল, টুইকড বাম্পার ডিজাইন এই মডেলকে আরও একটু বেশি পুরুষালি চেহারা দিয়েছে। নতুন সেলটোস মডেলের মত এখানে জুড়ে গিয়েছে ভার্টিক্যাল ল্যাম্প এবং একটি লাইট বার। ফলে রিয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রেও পুরনো গাড়ির চেহারার সঙ্গে এর কোনও মিলই খুঁজে পাওয়া যাবে না। ছবি- নিজস্ব
8/9
গাড়ির ইন্টিরিয়রে ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ প্রিমিয়াম ফিচার্সের এবং এর লে আউটও ড্রাইভ মোডের সঙ্গে বদলানো যায়। টাচস্ক্রিনে রয়েছে একেবারে হাল আমলের ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়াও একটি ৩৬০ ডিগ্রির ক্যামেরা, লেভেল ১ ADAS সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং, সানরুফ, বোসের অডিয়ো সিস্টেম পেয়ে যাবেন কিয়া সনেট ফেসলিফটে। ছবি- নিজস্ব
9/9
SUV গাড়ি হিসেবে এই মডেলে খুব একটা বেশি স্পেস না থাকলেও, যে সমস্ত ফিচার্স এতে রাখা হয়েছে তাতে এই দামের মধ্যে সেরা গাড়ি হতে চলেছে কিয়া সনেট ফেসলিফট। রয়েছে স্পোর্টি লুক, উন্নত গুণমান এবং উন্নত প্রযুক্তির মিশেল। ছবি- নিজস্ব
Published at : 13 Jan 2024 01:34 PM (IST)