Kinetic E-Luna: বাজারে এসে গেল লুনার ই-মপেড, একবার চার্জেই চলবে ১১০ কিমি !

E-Luna Moped: লুনার সেই মপেড ফিরে এল ভারতে। কাইনেটিক ই-লুনা নামে অভিনব ইলেকট্রিক মপেড লঞ্চ হল ভারতের বাজারে। কত দাম ? ফিচার্সই বা কী আছে এতে ?

ছবি- কাইনেটিক গ্রিনের ওয়েবসাইট থেকে

1/10
ই- বাইকের পর এবার বাজার কাঁপাবে এই ই-মপেড। বুধবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ী উদ্বোধন করলেন লুনার এই ই-মপেড।
2/10
এই ই-মপেডে সর্বোচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। চার্জ দিতে সময় লাগবে ৪ ঘণ্টা। এখনও পর্যন্ত একটিই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই গাড়ি।
3/10
এখন কেবল মালবেরি রেড ভ্যারিয়্যান্টই পাওয়া যাবে বলে জানা গিয়েছে সংস্থার ওয়েবসাইটের সূত্রে। ইলেকট্রিক এই গাড়িতে থাকছে 2 Kwh ব্যাটারি প্যাক যার ফলে এর ব্রাশলেস ডিসি হাব মোটর 22 Nm টর্ক উৎপন্ন করবে।
4/10
ই-লুনার অন্য ভ্যারিয়্যান্টগুলিতে যথাক্রমে 1.7 kWh, 2.0 kWh এবং একটি বড় 3.0 kWh ব্যাটারি প্যাক আছে।
5/10
একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ই-মপেডে যাওয়া যাবে ১৫০ কিমি রাস্তা। গাড়িতে সর্বোচ্চ গতি উঠবে প্রতি ঘণ্টায় ৫০ কিমি।
6/10
এর আগে সংস্থার তরফে জানানো হয়েছিল যে কাইনেটিক ই-লুনার দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯ টাকা।
7/10
কিন্তু এদিন সেই দাম সংশোধন করা হয়েছে। এখন বাজারে ৬৯,৯৯০ টাকাতেই পাওয়া যাবে লুনার কাইনেটিক ই-লুনারর মডেল।
8/10
একবারে ক্যাশ টাকায় নিতে না পারলে এই ই-মপেড কেনার ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধেও রয়েছে। মাসিক ২৫০০ টাকার কিস্তিতে এই মপেড ঘরে আনতে পারবেন আপনি। এর মধ্যে ২০০০ টাকা মপেডের দাম বাবদ এবং ৩০০ টাকা চার্জিংয়ের খরচ বাবদ।
9/10
এখন ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ই-মপেড। বুকিং শুরু মাত্র ৫০০ টাকাতেই।
10/10
কাইনেটিক গ্রিনের সিইও এবং প্রতিষ্ঠাতা সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি জানিয়েছেন যে আগামী ২ বছরে এই ব্র্যান্ডের উপর ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে কাইনেটিক গ্রিন সংস্থা। ই-লুনার এই মপেড সারা ভারতের সমস্ত ছোট শহর, টায়ার ২ ও টায়ার ৩ শহরের মানুষদের জন্য আনা হচ্ছে।
Sponsored Links by Taboola