Lamborghini Urus SE: সাড়ে ৪ কোটির সুপারকার এখন ভারতে, কেন এত দাম এই গাড়ির?
বিলাসবহুল গাড়ির যদি তালিকা তৈরি করা হয়। তাহলে প্রথমসারিতেই থাকবে ল্যাম্বরঘিনি (Lamborghini)। এবার ভারতে এল Lamborghini Urus SE হাইব্রিড। এটাই Lamborghini-এর সবচেয়ে সাম্প্রতিক মডেল
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppLamborghini Urus SE হাইব্রিডের দাম ৪.৫৭ কোটি টাকা। আগামী বছর থেকে শুরু হবে এর ডেলিভারি
Urus SE-এর হাইব্রিড পাওয়ারট্রেন রয়েছে। যা Revuelto hypercar-এর পরেই
এই গাড়িতে রয়েছে 4Lt টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন। যেটা ২৫.৯ kWh ব্যাটারি প্যাকের সঙ্গে প্লাগ-ইন হাইব্রিড সেট আপ দিয়ে যুক্ত।
ইলেকট্রিক মোটর যোগ করলে Urus SE-এর মোট পাওয়ার আউটপুট হচ্ছে 800bhp and 950Nm
এটা হাইব্রিড কার। শুধুমাত্র ev মোডে ৬০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই গাড়ি। মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগ তুলতে পারে এই গাড়ি। অন্যতম দ্রুতগামী এই SUV
গাড়িটিতে অন্তত ১০ রকমের ড্রাইভিং মোড রয়েছে। যার মধ্যে ৪টি মোড Urus SE প্লাগ-ইন হাইব্রিড SUV-তে। ওই চারটি মোড হল EV Drive, Hybrid, Recharge and Performance
Urus SE-তে একাধিক লুকস বদল হয়েছে। LED হেডল্যাম্প আরও একটু সরু হয়েছে। এয়ারোডায়নামিক- বদলও করা হয়েছে।
অন্দরসজ্জাও দুরন্ত। রয়েছে ১২.৩ ইঞ্চির টাটস্ক্রিন, রয়েছে সবচেয়ে আধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেম। ক্রেতারা পছন্দ অনুযায়ী অন্দরসজ্জায় নানা পরিবর্তন করাতে পারবেন এই গাড়িতে।
ল্যাম্বরঘিনি রেঞ্জের মধ্যে Urus সবচেয়ে পছন্দের। ভারতে সুপার লাক্সারি সেগমেন্টে অন্য়তম বেশি বিক্রি গাড়ি এটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -