Lamborghini Urus SE: সাড়ে ৪ কোটির সুপারকার এখন ভারতে, কেন এত দাম এই গাড়ির?

Lamborghini Urus SE Hybrid: ভারতে লঞ্চ হল আধুনিক এই সুপারকার। ঠিক কী কী রয়েছে এতে?

নিজস্ব চিত্র

1/10
বিলাসবহুল গাড়ির যদি তালিকা তৈরি করা হয়। তাহলে প্রথমসারিতেই থাকবে ল্যাম্বরঘিনি (Lamborghini)। এবার ভারতে এল Lamborghini Urus SE হাইব্রিড। এটাই Lamborghini-এর সবচেয়ে সাম্প্রতিক মডেল
2/10
Lamborghini Urus SE হাইব্রিডের দাম ৪.৫৭ কোটি টাকা। আগামী বছর থেকে শুরু হবে এর ডেলিভারি
3/10
Urus SE-এর হাইব্রিড পাওয়ারট্রেন রয়েছে। যা Revuelto hypercar-এর পরেই
4/10
এই গাড়িতে রয়েছে 4Lt টুইন টার্বোচার্জড V8 ইঞ্জিন। যেটা ২৫.৯ kWh ব্যাটারি প্যাকের সঙ্গে প্লাগ-ইন হাইব্রিড সেট আপ দিয়ে যুক্ত।
5/10
ইলেকট্রিক মোটর যোগ করলে Urus SE-এর মোট পাওয়ার আউটপুট হচ্ছে 800bhp and 950Nm
6/10
এটা হাইব্রিড কার। শুধুমাত্র ev মোডে ৬০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই গাড়ি। মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগ তুলতে পারে এই গাড়ি। অন্যতম দ্রুতগামী এই SUV
7/10
গাড়িটিতে অন্তত ১০ রকমের ড্রাইভিং মোড রয়েছে। যার মধ্যে ৪টি মোড Urus SE প্লাগ-ইন হাইব্রিড SUV-তে। ওই চারটি মোড হল EV Drive, Hybrid, Recharge and Performance
8/10
Urus SE-তে একাধিক লুকস বদল হয়েছে। LED হেডল্যাম্প আরও একটু সরু হয়েছে। এয়ারোডায়নামিক- বদলও করা হয়েছে।
9/10
অন্দরসজ্জাও দুরন্ত। রয়েছে ১২.৩ ইঞ্চির টাটস্ক্রিন, রয়েছে সবচেয়ে আধুনিক ইনফোটেনমেন্ট সিস্টেম। ক্রেতারা পছন্দ অনুযায়ী অন্দরসজ্জায় নানা পরিবর্তন করাতে পারবেন এই গাড়িতে।
10/10
ল্যাম্বরঘিনি রেঞ্জের মধ্যে Urus সবচেয়ে পছন্দের। ভারতে সুপার লাক্সারি সেগমেন্টে অন্য়তম বেশি বিক্রি গাড়ি এটি
Sponsored Links by Taboola