Lexus RX India: লেক্সাসের লাক্সারি SUV-র নয়া চমক ! কী ফিচার্স এই হাইব্রিড মডেলে ?

Lexus Cars: জার্মান কোম্পানি Lexus ভারতের বাজারে নিয়ে এল তাদের নতুন SUV মডেল Lexus RX 350h India। কী ফিচার্স ? কত দাম ?

ছবি- লেক্সাস ইন্ডিয়া কার

1/8
ভারতে বেশ কিছু বছর ধরে ব্যবসা করার পরে লেক্সাস নিজেদের এই হাইব্রিড পাওয়ারট্রেনের ধাঁচটাকেই আপন করে নিয়েছে এবং এটাকেই নিজেদের সিগনেচার স্টাইল হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছে বলা চলে।
2/8
লেক্সাসের এই ইন্ডিয়ান মডেল এর জার্মান মডেলগুলির তুলনায় একেবারেই আলাদা।
3/8
জার্মান লাক্সারি SUV-র থেকে এটি দেখতে একেবারেই আলাদা এবং অসম্ভব স্টাইলিশ, একথা স্বীকার করতেই হবে। নতুন RX আকারে ছোট, কিন্তু এমন কিছু কিছু শার্প লাইন আছে গাড়িতে যা নজর কাড়ে।
4/8
নতুন RX মডেলের ডিজাইন, শার্প হেডল্যাম্প, বড় স্পিন্ডল গ্রিল, রিয়ার টুলের মধ্যে বিরাটাকার ২১ ইঞ্চির চাকা এর অন্যতম আকর্ষণ। এই মডেলের লুক অনেকটাই স্পোর্টিয়ার।
5/8
গাড়ির মধ্যে রয়েছে মার্ক লেভিনসন অডিয়ো সিস্টেম যা এককথায় অসাধারণ। লাক্সারি উপাদানের মধ্যে যা যা থাকা দরকার, তার মধ্যে বড় গ্লাস রুফ, হিটেড অর কুলড সিটস এবং একটি থ্রি-জোন ক্লাইমেট কনট্রোল সিস্টেম রয়েছে এই গাড়িতে।
6/8
ADAS সিস্টেম রয়েছে এই গাড়িতে, যা অন্যদের থেকে একে স্বাভাবিকভাবেই আলাদা করেছে। যেহেতু এই মডেলটি হাইব্রিড তাই এতে ২.৫ লিটার পেট্রোল ইঞ্জিন এবং একজোড়া ইলেকট্রিক মোটর, যা ২৫০ বিএইচপি ক্ষমতা তৈরিতে সক্ষম।
7/8
গাড়ির ভিতরে স্পেসও যথেষ্ট বেশি। রিয়ার সিটগুলি বেশ কমফর্টেবল যাতে যাত্রীদের ঢোকা বা বেরনোর সময় কোনও অসুবিধে না হয়। ড্রাইভিং পজিশন বেশ আরামদায়ক।
8/8
ট্রাকপ্যাডের বদলে এই গাড়িতে (Lexus RX India) যুক্ত হয়েছে ১৪ ইঞ্চি বিশাল টাচ স্ক্রিন যেখানে প্রচুর ইনবিল্ট ফাংশান রয়েছে।
Sponsored Links by Taboola