Mahindra BE 6e: বিমানের মত কেবিন, রেঞ্জ ৬৮২ কিমি ! সাড়া ফেলেছে মহিন্দ্রার এই নতুন EV
মহিন্দ্রার বৈদ্যুতিন এসইউভি নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছিল। সম্প্রতি এই সংস্থা বাজারে আনল মহিন্দ্রা বিই ০৬ ইভি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই SUV প্রথম বৈদ্যুতিন মডেল যা ইনগ্লোব প্ল্যাটফর্মে তৈরি হয়েছে। ২০২৫ সালের মার্চ মাস থেকে গাড়ির ডেলিভারি শুরু হবে।
বর্তমানে এই এসইউভির শুধু বেস ভ্যারিয়ান্টের দাম প্রকাশ করা হয়েছে, আর এর ডিজাইন অনেকটাই ফিউচারিস্টিক রাখা হয়েছে।
মহিন্দ্রার বিই ০৬ ইভির দুটি ভ্যারিয়ান্ট এসেছে বাজারে যেখানে ৫৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং ৭৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি থাকবে।
অঢেল ফিচার্স রয়েছে এই নতুন বৈদ্যুতিন গাড়িতে। ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল, ইন্টিগ্রেটেড মাল্টিকালার লাইটিং ইত্যাদি থাকবে এই গাড়িতে।
এছাড়া ল্যামিনেটেড কাচ সহ একটি বড় প্যানোরমিক সানরুফ পাওয়া যাবে গাড়িতে। আর এর কেবিনের ডিজাইন দেখলে মনে হবে কোনো বিমানের ভিতরে বসে আছেন।
ইনস্ট্রুমেন্টেশন ও ইনফোটেনমেন্টের জন্য এই গাড়িতে ১২.৩ ইঞ্চির একটি ডুয়াল ফ্লোটিং স্ক্রিন রয়েছে, এছাড়া পাবেন একাধিক ড্রাইভিং মোড।
মহিন্দ্রা বিই ০৬ ইভিতে মাত্র ৬.৭ সেকেন্ডে ০-১০০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ উঠবে। একবার ফুল চার্জ দিলে যাওয়া যাবে ৬৮২ কিমি।
আর এর ছোট ব্যাটারি প্যাকে যাওয়া যাবে ৫৫০ কিমি। রেঞ্জ, এভরিডে ও রেস মোডের সুবিধে তো আছেই এই গাড়িতে।
মহিন্দ্রার এই নয়া ইভির বেস ভ্যারিয়ান্টের দাম রাখা হয়েছে ভারতে ১৮ লক্ষ ৯০ হাজার টাকা। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -