Mahindra Cars: নতুন ভার্সন আসবে থারের, সঙ্গে আরও ৩টি SUV আনবে মহিন্দ্রা- কী ফিচার্স ?
আগামী ৬ বছরে ১৬টি এসইউভি পরপর আনতে চলেছে মহিন্দ্রা। বিরাট বড় পরিকল্পনা করেছে এই গাড়ি নির্মাতা সংস্থা। একে বলা যায় অ্যাগ্রেসিভ প্রোডাক্ট লঞ্চ স্ট্রাটেজি, আগামী ২০৩০ সালের মধ্যেই এই সমস্ত SUV-গুলি বাজারে আনবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর মধ্যে একদিকে রয়েছে ৯টি নতুন ICE ইঞ্জিনিয়ারড এসইউভি এবং এরই সঙ্গে থাকবে ৭টি ইলেকট্রিক ব্যাটারি চালিত গাড়িও। এগুলির মধ্যে বেশিরভাগ নতুন গাড়ি বলা চলে।
প্রথমেই আসা যাক ICE মডেলগুলির (Mahindra Cars) আলোচনায়। এই সেগমেন্টে আলোচনার শীর্ষে রয়েছে থার আর্মাডা বা থার ফাইভ ডোর।
থার আর্মাডাতে ইন্টিরিয়র অনেক বেশি প্রিমিয়াম হয়ে উঠবে বলেই জানা যাচ্ছে। সানরুফের সঙ্গে অনেক বেশি ফিচার্স এসে জুড়বে এই গাড়ির মডেলে।
থার আর্মাডা আসলে পুরনো থারেরই ভার্সন তবে এতে অতিরিক্ত দরজার সেট থাকবে, এটাই মূল পার্থক্য।
এছাড়া নতুন গাড়িগুলির (Mahindra Cars) তালিকায় দ্বিতীয় স্থানে আছে বোলেরোর নাম। মহিন্দ্রা বোলেরোর একটা নতুন ভার্সন আসছে বাজারে। একটা নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে এই বোলেরো গাড়ি এবং এর সঙ্গে আসছে XUV 700 ও Scorpio N।
এই XUV 700 পরে নতুন নামে XUV 7XO নামে বাজারে আসতে পারে। সম্প্রতি যে XUV 3XO বাজারে লঞ্চ করল, এক্ষেত্রেও একইরকম আপডেট নিয়ে বাজারে আসবে এই গাড়ির মডেলটি।
এখনও পর্যন্ত পাওয়া খবরে, মহিন্দ্রার পরবর্তী বড় ঘোষণা হতে চলেছে থার আর্মাডার লঞ্চ এবং স্করপিও এন বেসড পিক আপও লঞ্চ করবে মহিন্দ্রা। এমনকী মহিন্দ্রা এবার তাঁর ইভি পোর্টফোলিও বেশ শক্তিশালী করে তুলতে চাইছে।
মহিন্দ্রা আনবে ইভি স্পেসিফিক প্ল্যাটফর্ম যা ফ্লেক্সিবল আর্কিটেকচার এবং ইভির জন্য বিশেষ ফিচার্স নিয়ে গড়ে উঠবে। আগে যেমন দেখানো হয়েছিল, BE-রেঞ্জের ইভিও এই তালিকায় স্থান পাবে।
XUV 400, Mahindra XUV.e8 এবং XUV.e9 কুপ এই তালিকাতেই বাজারে আসবে। দক্ষিণ আফ্রিকার একটি ইভেন্টে থার ইলেকট্রিক লঞ্চ করার কথাও ঘোষণা করেছিল মহিন্দ্রা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -