Mahindra XUV 3XO Launch: সুরক্ষার সঙ্গে এবার ডিজাইনের যুগলবন্দি, ছবি দেখলে নজর সরবে না এই গাড়ি থেকে
কমপ্যাক্ট এসইউভি বিভাগে এই গাড়ি নিয়ে উৎসাহের শেষ ছিল না ভারতের বাজারে (Indian Car Market)। অবশেষে তাদের ফেসলিফটেড বহুল প্রচলিত এসইউভি (SUV) প্রকাশ্যে নিয়ে এল কোম্পানি। Mahindra ভারতে XUV 3XO লঞ্চ করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই গাড়ির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 7.4 লক্ষ টাকা। এটি মূলত XUV300-এর একটি ফেসলিফ্ট । যদিও গাড়ির বাইরে ও ভিতরে অনেক পরিবর্তন করেছে কোম্পানি। কিছু নতুন ফিচার আনা হয়েছে।
MX, AX, AX3, AX5 এবং AX7 এর সাথে বড় SUV-এর সাথে মেলানোর জন্য ভেরিয়েন্ট ট্রিম লেভেল আপডেট করা হয়েছে। ডিজাইন অনুসারে, মহিন্দ্রা একটি নতুন গ্রিল প্লাস নতুন LED DRL এবং একটি ভিন্ন বাম্পার ডিজাইনের সঙ্গে শুরু করে কমপ্যাক্ট লুক সহ স্টাইলিং আপডেট করেছে।
এতে নতুন অ্যালয় হুইল দিয়েছে কোম্পানি। যার আকার 17 ইঞ্চি। পিছনের স্টাইলিংয়ে একটি সম্পূর্ণ কানেকটেড LED লাইট বার এবং C-আকৃতির টেইল-ল্যাম্পের সাথেও উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে।
XUV400 EV দ্বারা অনুপ্রাণিত এটি একটি বৃহত্তর 10.25-ইঞ্চি স্ক্রিনের সঙ্গে একটি নতুন চেহারা পেয়েছে। যার একটি ক্রিস্পার রেজোলিউশনের পাশাপাশি আরও কানেকটেড কার টেকনোলজি বৈশিষ্ট্য রয়েছে৷
XUV400 EV দ্বারা অনুপ্রাণিত এটি একটি বৃহত্তর 10.25-ইঞ্চি স্ক্রিনের সঙ্গে একটি নতুন চেহারা পেয়েছে। যার একটি ক্রিস্পার রেজোলিউশনের পাশাপাশি আরও কানেকটেড কার টেকনোলজি বৈশিষ্ট্য রয়েছে৷
টার্বো পেট্রোলের সঙ্গে একটি 6-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার দিয়েছে মহিন্দ্রা। কোম্পানি দাবি করেছে, Mahindra XUV 3XO পেট্রোল XUV700-এর মতোই শান্ত এবং মানানসই বৈশিষ্ট্য নিয়ে এসেছে।
XUV 3XO Tata Nexon, Hyundai Venue এবং Kia Sonet-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে। বহুদিন ধরেই এই গাড়ির আপডেট চাইছিলেন ক্রেতারা। প্রতিযোগী কোম্পানিগুলি বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -