Maruti Suzuki Jimny: চিন্তা বাড়ল মহিন্দ্রা থারের ! ভারতে প্রকাশ্যে এল ৫ দরজার মারুতি জিমনি, দেখুন ছবি

Maruti Suzuki Jimny 5-door: বহুদিন ধরেই এই গাড়ির অপেক্ষা করছিল দেশবাসী। ভারত থেকে বিদেশে রফতানি হলেও দেশের বাজারে আগে আসেনি এই অফরোডার।

Maruti Suzuki Jimny

1/9
ইন্দোনেশিয়ার অটো শো-তে আগেই দেখা গিয়েছিল এই গাড়ি। এবার ইন্ডিয়ান অটো এক্সপোতে প্রকাশ্য়ে এল মারুতি জিমনি।
2/9
বিদেশে তিন দরজার জিমনি থাকলেও ভারতে আনা হয়েছে ৫ দরজার এই অফরোডার।
3/9
দেশের বাজারে তিন দরজার অফরোডার আনলে মহিন্দ্রা থারের সঙ্গে হোতো তুলনা।
4/9
সেই কারণে আগে প্রথমেই ৫ দরজার অফরোডার নিয়ে এসেছে কোম্পানি। যা চিন্তা বাড়িয়েছে থারের।
5/9
শোনা যাচ্ছে, শীঘ্রই মারুতি জিমনিতে টক্কর দিতে ভারতের বাজারে আসতে চলেছে ৫ দরজার থার
6/9
ভারতের বাজারে সবথেকে আকর্ষণীয় অফরোডার হতে পারে এই গাড়ি। মারুতির নেটওয়ার্ক ও কম দামের কারণেই চাহিদা বাড়তে পারে।
7/9
কেবিন স্পেসের দিক থেকেও অনেকটাই বড় এই গাড়ি। বক্সি এসইউভি আদলে তৈরি হওয়ায় এর রোড প্রেজেন্স অনেকটাই বেশি।
8/9
দেখলেই ক্রেতাদের নজর কাড়বে এই গাড়ি। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও অন্যান্য এসইউভির থেকে অনেকটা বেশি।
9/9
যেকোনো রাস্তায় ভাল গ্রিপিংয়ের জন্য অফরোডার টায়ার দেওয়া হয়েছে জিমনিতে।
Sponsored Links by Taboola