Maruti Upcoming Car: মারুতির এই গাড়ি নিয়ে বাড়ছে কৌতূহল, কবে আসবে জিমনি ?
বিদেশের পর এবার দেশের বাজারে অফরোডার জিমনি নিয়ে আসছে মারুতি। বাজারে লঞ্চের আগেই গাড়ি নিয়ে শুরু হয়েছে জল্পনা। মহিন্দ্রা থারের বিকল্প হিসাবে গাড়িকে দেখছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের অভ্যন্তরীণ গাড়ির বাজারে Maruti Jimny SUV তৈরি হলেও তা ভারতে বিক্রি হয় না। বিদেশে রফতানি করা হয় মারুতি সুজুকি। বর্তমানে যে মডেলটি রফতানি করা হয়, তা একটি তিন দরজার SUV৷
এখন কোম্পানি এই গাড়ির পাঁচ দরজার ভেরিয়েন্ট নিয়ে কাজ করছে। সম্প্রতি, পরীক্ষার সময় এই গাড়ির পাঁচটি দরজার ভেরিয়েন্ট দেখা গেছে।
খবর অনুযায়ী, এই গাড়িটিকে প্রথমে ইউরোপে ও এখন ভারতে পরীক্ষার সময় দেখে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই এই গাড়িটি দেশীয় গাড়ির বাজারে প্রবেশ করবে।
কিছু মিডিয়া রিপোর্ট বলছে, কোম্পানি এই গাড়িটি ২০২৩ অটো এক্সপোতে লঞ্চ করতে পারে। ভারতে লঞ্চের পর এই গাড়িটি সরাসরি প্রতিযোগিতা করবে Mahindra Thar ও Force Gurkha-র মতো গাড়ির সঙ্গে। অফ রোডার হওয়ার কারণে আন্তর্জাতিক গাড়ির বাজারে এই গাড়িটি বেশ পছন্দের হবে।
পেশিবহুল ফেন্ডার সহ ছাদের লাইন ও অ্যালয় হুইল সহ বনেট থাকবে এই গাড়িতে। বাকি ডিজাইনটি সাম্প্রতিক টেস্টিং মডেল অনুসারে তিন-দরজা মডেলের মতো দেখায়।
পিছনের গেটে স্করপিও ও বোলেরোর মতো একটি অতিরিক্ত চাকা ও সামনের উইন্ডশিল্ডে সামান্য পরিবর্তনের সঙ্গে নিচের বাম্পার বিভাগে প্রতিফলক দেখা যায়। এর বর্তমান মডেলটি ২০১৮ সালে লঞ্চ করা হয়েছিল। এই বিষয়টি মাথায় রেখে পাঁচ দরজার জিমনিকে কিছুটা আপডেট করা হতে পারে।
সম্প্রতি কোম্পানি বলেছিল যে সম্পূর্ণ নতুন মারুতি জিমনিকে দেশীয় বাজারে আনবে কোম্পানি। তবে এখন মনে হচ্ছে, খুব শীঘ্রই কোম্পানি এটিকে বাজারে লঞ্চ করতে পারে।বিদেশি বাজারে বর্তমান থ্রি-ডোর সংস্করণের তুলনায় নতুন ফাইভ-ডোর মডেলে অনেক পরিবর্তন আসবে।
জিমনির হুইলবেস 2,550 এমএম, যা তিন-দরজা মডেলের চেয়ে প্রায় 300 এমএম বেশি। দৈর্ঘ্য প্রায় 3,850 এমএম হতে পারে। পাশাপাশি দেশীয় বাজারে লঞ্চ মডেলটি ফেসলিফ্ট সহ 1.5-লিটার ক্ষমতার ফোর-সিলিন্ডার K15C পেট্রোল ইঞ্জিন, Ertiga, XL6 এর মতো হাইব্রিড প্রযুক্তি ও নতুন Brezza-র মতো উন্নত স্মার্ট হাইব্রিড প্রযুক্তির সাথেও আসতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -