Maserati GranTurismo: ৩৫০ কিমি গতিবেগ, ৮ গিয়ারের সুপারকার, ভারতে এল মাসারাতি গ্র্যানট্যুরিসমো
ভারতের বাজারে এসেছে Maserati-এর নতুন সুপারকার। এটি একটি সুপারকার কুপে। এই সুপারকারটি ইলেকট্রিক এবং একটি টার্বো-পেট্রোল পাওয়ারট্রেন সহ আসবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅটোমেকার মাসেরটি গ্রান টুরিসমোর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 2.7 কোটি টাকা নির্ধারণ করেছে। এই গাড়ির ডিজাইন এবং ফিচারগুলি গাড়িটিকে একটি ক্লাসি লুক দিয়েছে।
মাসারাতির এই নতুন গাড়িটি একটি বিলাসবহুল জিটি। কোম্পানি একটি মসৃণ চেহারা সঙ্গে এই গাড়ি স্টাইল করা হয়েছে। কুপে মডেলের সঙ্গে নতুন প্রজন্মের মডেলে এসেছে এই গাড়ি।
Maserati-এর নতুন প্রজন্মের মডেল আসতে চলেছে ইলেকট্রিক এবং টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে। এই গাড়িতে লম্বা বনেট দেওয়া হয়েছে।
Maserati Gran Turismo এর বৈদ্যুতিক মডেলে কিছু ভিন্ন ধরনের চাকা পাওয়া যাবে। 2025 সালে এই গাড়ির বৈদ্যুতিক মডেল আনার পরিকল্পনা করা হচ্ছে।
গাড়িটির অভ্যন্তরীণ অংশকে অত্যন্ত আধুনিক করার দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানটি। আগের প্রজন্মের মডেলের তুলনায় এই গাড়িতে আরও বড় টাচস্ক্রিন রয়েছে। এটিতে একটি ডিজিটাল ঘড়ির সাথে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে।
Maserati এর আগের মডেলের মতো এই গাড়িতে V8 নেই। এটি V6 দ্বারা বদলে দেওয়া হয়েছে। MC20 সুপারকারের ইঞ্জিন থেকে 490 এবং 550 bhp শক্তি রয়েছে। এর বৈদ্যুতিক সংস্করণ 750 bhp পাওয়ার পেতে পারে।
Maserati Gran Turismo একটি 8-গতির ট্রান্সমিশন আছে। এই গাড়িটি 350 কিলোমিটারের বেশি গতিবেগ দিতে চলেছে। গাড়ির ড্যাশবোর্ডে স্পোর্টি লুক দিয়েছে মাসরাতি। গাড়ির পেছনে দুটি সিট দেওয়া হয়েছে, যার সঙ্গে আরও ভালো জায়গা দেওয়া হয়েছে।
মাসরাতি গ্রান তুরিসমো একটি বিলাসবহুল ক্রীড়া কুপ। এই গাড়িটি MC20 এবং Grecale SUV-এর সাথে ভারতে আসছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -