Maserati GranTurismo: ঘন্টায় ৩৫০ কিমি গতি, ৮টি গিয়ার- ভারতে লঞ্চ হল এই সুপারকার
মাসেরাত্তির নতুন সুপারকার ভারতের বাজারে লঞ্চ হল সম্প্রতি। এটি একটি স্লিক কুপের মত গাড়ি। আকর্ষণীয় লুক যাতে ইলেকট্রিক ও টার্বো পেট্রোল পাওয়ারট্রেন থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ি নির্মাতারা এই মাসেরাত্তির নতুন সুপারকার গ্র্যান্ড টুরিজমোর এক্স শোরুম দাম রেখেছেন ২.৭ কোটি টাকা। ডিজাইন ও ফিচার্স মিলিয়ে একটা ক্লাসি অভিজাত অনুভূতি হবে আপনার।
মাসেরাত্তির এই নতুন গাড়ি আদপে একটি লাক্সারি জিটি মডেলের গাড়ি। নতুন জেনারেশনের মডেল এবং কুপ মডেলে এই গাড়িটি এসেছে বাজারে।
ইলেকট্রিক ও টার্বো পেট্রোল পাওয়ারট্রেন উভয়ের সুবিধেই রয়েছে এই গাড়িতে। এই গাড়িতে দেওয়া হয়েছে একটি লম্বা বনেট।
মাসেরাত্তি গ্র্যান্ড টুরিজমোর মডেলে কিছু আলাদা ধরনের চাকা দেখা যাবে। ২০২৫ সালের শুরুর দিক থেকে বিক্রি শুরু হবে এই সুপারকারের।
গাড়ির ইন্টিরিয়র অনেকটাই আধুনিক লুকের। একটা বড় টাচস্ক্রিন রয়েছে গাড়িতে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ক্লকের সুবিধে পাবেন আপনি।
ভি৮-এর বদলে এই গাড়িতে ভি৬ ইঞ্জিন ইনস্টল করা রয়েছে। এই গাড়ির বৈদ্যুতিন ভার্সনে ৭৫০ বিএইচপি শক্তি দেখা যায়।
এতে থাকছে ৮ স্পিডের ট্রান্সমিশন, যার কারণে এই সুপারকারে সর্বোচ্চ গতি ওঠে ৩৫০ কিমি প্রতি ঘণ্টায়।
গাড়ির পিছনে মাত্র দুজন বসার জন্য সিট বানানো হয়েছে, তবে বুট স্পেস এবং অন্যান্য জায়গাও বেশ ভাল রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -