Matter Aera Bike: মাত্র ২৫ পয়সায় যাওয়া যাবে ১ কিমি রাস্তা ! ভারতে এল প্রথম গিয়ার দেওয়া বৈদ্যুতিন বাইক- কত দাম ?

Matter Aera Geared Electric Bike: একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি এই বাইকে যেতে পারবেন ১৭২ কিমি। দারুণ রেঞ্জের এই বাইকের দামও অনেক কম।

ভারতে প্রথম এল গিয়ারড বৈদ্যুতিন বাইক

1/9
ভারতের বাজারে প্রথম লঞ্চ হল গিয়ার দেওয়া বৈদ্যুতিন বাইক, তাও আবার দুরন্ত লুক এবং অসাধারণ রেঞ্জের সঙ্গে।
2/9
দিল্লিতে ম্যাটার নামের একটি স্টার্টআপ সংস্থা এই বাইক তৈরি করেছে। এই বাইকে আপনি মাত্র ২৫ পয়সা খরচ করেই যেতে পারবেন ১ কিমি রাস্তা।
3/9
একবার সম্পূর্ণ চার্জ দিলে আপনি এই বাইকে যেতে পারবেন ১৭২ কিমি। দারুণ রেঞ্জের এই বাইকের দামও অনেক কম।
4/9
এই বাইকটি আপনি এক্স শোরুম হিসেবে ১ লক্ষ ৯৩ হাজার টাকায় পেয়ে যাবেন। ম্যাটার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাইক সহজেই বুক করতে পারবেন আপনি।
5/9
দিল্লিতে যে সময় বায়ুদূষণ দুশ্চিন্তা ভাঁজ ফেলেছে কপাল সেই সময় পরিবেশবান্ধব এই বৈদ্যুতিন বাইক লঞ্চ করেছে সংস্থা।
6/9
এই বাইকের বিশেষত্ব হল হাইপারশিফট ট্রান্সমিশন, একটি ৪ স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স দিয়ে এই গাড়িটি তৈরি হয়েছে।
7/9
এতে রয়েছে মোট ১২টি গিয়ার মোড কম্বিনেশন। রয়েছে একটি লিকুইড কুলড ইলেকট্রিক পাওয়ারট্রেন আর ৫ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি প্যাক।
8/9
এই বাইকে আপনি মাত্র ২.৮ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টার বেগ তুলতে সক্ষম হবেন অনায়াসে।
9/9
নিরাপত্তার জন্য এই বাইকে এবিএস সিস্টেমের সঙ্গে লাগানো রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম। জিও ফেন্সিং, রাইড অ্যানালিটিক্সের জন্য সেরা বিকল্প এই বাইক।
Sponsored Links by Taboola