Mercedes-Benz GLS Facelift: আসতে চলেছে মার্সিডিজের সেরা SUV ! প্রকাশ্যে গাড়ির মডেলের লুক
বড়সড় SUV-র দুনিয়ায় মার্সিডিজ বেঞ্জের এই নতুন মডেল সাড়া ফেলেছে ইতিমধ্যেই। আর মার্সিডিজের টপ সেলিং মডেলগুলির মধ্যেও এটি অন্যতম। তবে এবার বড় আপডেট নিয়ে এল এই সংস্থা। ছবি- মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার ওয়েবসাইট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নতুন মডেলটি S class-এর প্রথম মডেল হতে চলেছে। বিলাসবহুল উপাদান এবং আরামের দিক থেকে আরও অনেক পরিবর্তন হতে চলেছে এই গাড়িতে। ছবি- মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়ার ওয়েবসাইট
নতুন GLS মডেল হিসেবে আপনি এখানে দেখতেই পাবেন G-Wagen-এর মত গ্রিল ব্যবস্থা। এছাড়া বাম্পার, ডিআরএল এবং লাইটিং পজিশন একেবারেই অভিনব। রিয়ার ডিজাইনে থাকছে নতুন টেইল ল্যাম্প। ছবি- নিজস্ব
এর ভিতরে দেখা যাবে নতুন লুকের স্টিয়ারিং হুইল যা কিনা মার্সিডিজ বেঞ্জের আগের মডেলগুলির (Mercedes-Benz GLS Facelift তুলনায় অনেকটাই ভাল। টাচস্ক্রিনে এসেছে অভিনব MBUX ইনফোটেইনমেন্ট সিস্টেম। ছবি- নিজস্ব
টাচস্ক্রিনটি সম্পূর্ণরূপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপর নির্ভর করে কাজ করবে। অন্যান্য মার্সিডিজ মডেলের মত এই মডেলটিতেও থাকছে ট্রান্সপারেন্ট বনেট এবং অফ-রোড স্ক্রিন। ছবি- নিজস্ব
খুব ভাল করে নজর করলে আপনি দেখতে পাবেন এই গাড়িতে Maybach Trim Element রাখা হয়েছে যা কিনা যে কোনও গাড়ির লাক্সারি এলিমেন্টের তুলনায় অনেকগুণ এগিয়ে দেবে মার্সিডিজ বেঞ্জের GLS Facelift মডেলকে। ছবি- নিজস্ব
ফিচার্সের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় ADAS system-এর কথা যার মধ্যে আবার রয়েছে অ্যাক্টিভ স্টপ অ্যান্ড গো, অ্যাক্টিভ সিট ভেন্টিলেশন অ্যান্ড হিটিং, সুপার্ব ১৩ পাওয়ার বার্মেস্টার অডিও সিস্টেম ইত্যাদি অজস্র সুবিধে। উল্লেখ্য এর মধ্যে আপনি ডলবি অ্যাটমস্ফিয়ারও পাবেন। ছবি- নিজস্ব
রিয়ার সিট সব গাড়ির (Mercedes-Benz GLS Facelift) ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ। আর এই গাড়ির মডেলের ক্ষেত্রে রিয়ার এন্টারটেইনমেন্ট স্ক্রিন, MBUX ট্যাবলেট তো আছেই, উপরন্তু আপনি চাইলে সামনের যাত্রীর সিটকে আরেকটু এগিয়ে রিয়ার সিটের স্পেস আরও বাড়িয়ে নিতে পারেন। ছবি- নিজস্ব
গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা বলতে হলে টায়ারে কোনও নয়েজ় নেই, ইঞ্জিন নয়েজ়ও একেবারেই নেই বললেই চলে। এই গাড়ি আরামের দিকেই বেশি মনোযোগ দিয়ে বানানো হয়েছে, তাই স্পোর্টিনেসের নিরিখে একটু পিছিয়ে থাকবে। আকারে বড় হওয়ায় শহরের রাস্তায় এটিকে অনেকটাই বড় দেখাবে, পার্কিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। ছবি- নিজস্বMercedes-Benz Car News Mercedes-Benz GLS Facelift
- - - - - - - - - Advertisement - - - - - - - - -