নতুন মারুতি সুজুকি অল্টো কে১০, S-Presso এবং Renault Kwid, কোন গাড়ি সেরা
নতুন মারুতি সুজুকি অল্টো কে১০, S-Presso নাকি Renault Kwid- কোন গাড়ি কিনবেন ভাবছেন? তার আগে দেখে নিন তিনটে গাড়ির খুঁটিনাটি ফিচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তিনটি গাড়ির মধ্যে সবচেয়ে বড় Renault Kwid। কারণ এই গাড়িতে রয়েছে সবচেয়ে লম্বা হুইলবেস। অন্যদিকে লম্বা এবং চওড়ার দিক থেকে তালিকায় এর পরেই রয়েছে S-Presso গাড়ি। এরপরে রয়েছে নতুন অল্টো কে১০ গাড়ি।
Kwid, S-Presso এবং Alto K10 তিনটি গাড়িতেই রয়েছে ১.০১ লিটারের পেট্রোল ইঞ্জিন। Kwid গাড়িতে ইঞ্জিন প্রতি লিটারে জ্বালানিতে চলে ২২.২৫ কিলোমিটার। S-Presso গাড়িতে প্রতি লিটার জ্বালানিতে ২৫.৩০ কিলোমিটার সফর করা সম্ভব। Alto K10 গাড়িতে এক লিটার পেট্রোল খরচ হলে ২৪.৯০ কিলোমিটার সফর করা সম্ভব।
Alto K10 গাড়ির দাম শুরু হচ্ছে ৪ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৫.৩ লক্ষ টাকা। Kwid 1.0- র দাম শুরু হচ্ছে ৪.৭ লক্ষ টাকা। সর্বোচ্চ দাম ৫.৫ লক্ষ টাকা। অন্যদিকে S-Presso গাড়ির দাম শুরু হচ্ছে ৪.২৫ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৫.৪ লক্ষ টাকা।
ডিজাইনের দিক থেকে S-Presso গাড়ির সঙ্গে মিল রয়েছে নতুন অল্টো মডেলের। Kwid এবং S-Presso গাড়িতে রয়েছে একটি মিনি এসইউভি লুক। S-Presso গাড়িতে আবার একটি boxy লুক আছে এমনও বলা যায়। Kwid মডেলে রয়েছে প্রিমিয়াম লুক। তবে তার সঙ্গে রয়েছে edgier styling এবং এসইউভি টাচ। অন্যদিকে নতুন অল্টো কে১০ গাড়িতে রয়েছে Celerio গাড়ির মতো curved styling।
প্রথমবার গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতারা অনেক ব্যাপারে খেয়াল রাখেন। তার মধ্যে অতি অবশ্যই গাড়ির দাম। গাড়ি কেনার আগে বাজেট ঠিক করে নেওয়া প্রয়োজন। সেই অনুযায়ী গাড়ি বেছে নিতে পারবেন ক্রেতারা। তবে শুধু দামের রেঞ্জ নয়, গাড়ির ফিচারের দিকেও নজর রাখা প্রয়োজন। এর পাশাপাশি অনেকেই ছোট আকার, আয়তনের গাড়ি পছন্দ করেন। এই তালিকায় নবতম সংযোজন ভারতে সদ্য লঞ্চ হওয়া নতুন অল্টো কে১০
আপনি যদি হ্যাচব্যাক শেপের গাড়ি কিনতে চান তাহলে নতুন অল্টো কে১০ মডেলই সবচেয়ে সস্তা হবে।
S-Presso গাড়ির ভিতরের ডিজাইন একটু মজাদার (Funky)। গোলাকার সেন্টার কনসোল, ৭ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল এয়ারব্যাগ, স্টিয়ারিং কনট্রোল, ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল মিরর এবং আরও অনেক কিছু এই গাড়ির ভিতরে।
Kwid গাড়িতে রয়েছে প্রিমিয়াম ইন্টিরিয়র ডিজাইন। নতুন লুকের স্টিয়ারিং হুইল এবং একটি ডিজিটাল ক্লাস্টার ইন্সট্রুমেন্ট রয়েছে এই গাড়িতে। এছাড়াও রয়েছে একটি ৮ ইঞ্চির টাচস্ক্রিন। এর সঙ্গে রয়েছে অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি। এছাড়া ও রয়েছে রেয়ার ক্যামেরা সেনসর, ডুয়াল এয়ারব্যাগ, electrically adjustable ORVM, এলইডি টেলল্যাম্প এবং আরও অনেক কিছু।
নতুন অল্টো কে১০- এই গাড়িতে S-Presso মডেলের মতো একই টাচস্ক্রিন রয়েছে। এর পাশাপাশি রয়েছে steering mounted controls, ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি ব্রেকিং সিস্টেম, রেয়ার পার্কিং সেনসর ও আরও অনেক কিছু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -