New MG Hector: দেশের বাজারে নতুন এমজি হেক্টর নিয়ে এল মরিস গ্যারাজেস , কেমন দেখতে গাড়ি ?
রনো মডেল নজর কেড়েছে অনেকের, এবার দেশের বাজারে নতুন এমজি হেক্টর নিয়ে এল মরিস গ্যারাজেস (MG)। নতুন গ্রিল, এইচডি টাচস্ক্রিন নয়া ডিজাইন করা কেবিন দেখলেই মনে ধরতে পারে আপনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাচস্ক্রিন নিয়ন্ত্রণ সহ একটি প্যানোরামিক সানরুফ দেওয়া হয়েছে এই গাড়িতে। কোম্পানি এবার আরও বৈশিষ্ট্য যোগ করেছে হেক্টরে। যে কারণে এর গুণমানের সঙ্গে নজর কাড়ছে গাড়ির ডিজাইন। অটো ব্লগারদের মতে, ডিজাইনের দিক থেকে এই শ্রেণির যেকোনও এসইউভিকে চ্যালেঞ্জ করতে পারে গাড়ি।
সম্প্রতি আমরা নতুন এমজি হেক্টরের প্রথম চেহারা দেখেছি। যেখানে এই এসইউভি-র স্টাইলিং পরিবর্তন ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ১০-২৫ লক্ষ টাকার SUV স্পেসে সম্প্রতি অনেক প্রতিযোগিতা দেখেছে। হেক্টরেও একটি বড় পরিবর্তন দেখা গেছে ৷
এখানে বিশাল নতুন গ্রিল গাড়ির চেহারা বদলে দিয়েছে। গ্রিলের পাশাপাশি ক্রোমের চারপাশে একটি নতুন প্যাটার্ন রয়েছে। এ ছাড়াও স্প্লিট হেডল্যাম্প ডিজাইনটি রয়ে গেছে এখানে। image 4
তবে হেডল্যাম্পের জায়গা বদলে দেওয়া হয়েছে। পিছনের দিকে একটি নতুন টেল-ল্যাম্প ডিজাইন রয়েছে । যার সঙ্গে ‘হেক্টর’ব্যাজের জায়গাও বদলানো হয়েছে। পিছনে একটি নতুন লাল স্ট্রিপ দিয়েছে কোম্পানি, যা টেল-ল্যাম্পগুলিকেও যুক্ত করে।
একটি বিশাল নতুন ১৪ ইঞ্চি পোর্ট্রেট এইচডি টাচস্ক্রিন ও নতুন করে ডিজাইন করা কেবিনের সঙ্গে ভিতরের নকশাও এবার কিছুটা বদলে দেওয়া হয়েছে। এখানে পাবেন নতুন এয়ারভেন্টের পাশাপাশি সেন্টার কনসোল। যা আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে নতুন কেবিনটি আরও প্রিমিয়াম মনে হবে।
গাড়িতে একটি লাইট স্ট্রিপ রয়েছে যা ড্যাশবোর্ড জুড়ে চলে। এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে গ্রাফিক্স নতুন করে ডিজাইন করা হয়েছে, যা আগের হেক্টরের থেকে আরও ভালো দেখায়।
গাড়ির গ্রাফিক্স বা আইকনগুলো যেভাবে সাজানো হয়েছে,তা এক কথায় সেরা। গাড়িত পাবেন একই ৩৬০ডিগ্রি ক্যামেরা। অবশ্যই কানেক্টেড কার টেক, ইনবিল্ট অ্যাপস, একটি ডিজিটাল কি, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ৪-ওয়ে চালিত ড্রাইভার সিট,টাচস্ক্রিন কন্ট্রোল সহ প্যানোরামিক সানরুফ ও ৭৫টি কানেকটেড ফিচার পাবেন এখানে।
এবারের গাড়িতে ADAS লেভেল ২ বৈশিষ্ট্যগুলি দেখতে পাবেন আপনি। পিছনের সিট ফ্ল্যাট ফ্লোর হওয়ায় তিনজন যাত্রী সহজেই বসতে। সামগ্রিকভাবে ইঞ্জিনের সামনের দিকে কোনও পরিবর্তন করেনি কোম্পানি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -