Renault Kwid 2024 Review: ডিজাইনে বদল, সঙ্গী আরও ফিচার! নতুন Kwid কেমন হল? দাম কত?
রেনোঁর অন্য়তম জনপ্রিয় হাচব্যাক Kwid. এই বছরের শুরুতেই রেনোঁ তার এই হাচব্যাকের বেশ কিছু আপডেট করেছে। এই ভ্যারিয়ান্টে বেশকিছু প্রয়োজনীয় বদল এনেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই Kwid-এ আনা হয়েছে RXL(O) ভ্যারিয়ান্ট। যা বেশ বড়সড় একটি বদল। এই ভ্যারিয়ান্ট পকেটের জন্য মাপসই। AMT গিয়ারবক্সের সঙ্গে টাচস্ক্রিন- রয়েছে এই ভ্যারিয়েন্টে।
এরই সঙ্গে Kwid-এর সব ভ্যারিয়েন্টে এখন সিটবেল্ট রিমাইন্ডার রয়েছে। এরই সঙ্গে আরও ফিচার যোগ করা হয়েছে।
Kwid- সাধারণত একেবারে Basic Car হিসেবে দেখা হয়নি। এই ভ্যারিয়ান্ট অনেকটাই SUV স্টাইলের, ফলে একই সেগমেন্টের গাড়ির ডিজাইনের তুলনায় অনেকটাই আলাদা এটি।
নতুন যে ডিজাইন আনা হয়েছে, তাতে হাচব্য়াক হলেও SUV-এর মতো হয়েছে এর স্টাইলিং। স্প্লিট হেডল্যাম্প রয়েছে তার সঙ্গেই রয়েছে ১৮৪ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
অন্দরসজ্জাতেও বেশকিছু বদল আনা হয়েছে। রয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন। তার সঙ্গেই রয়েছে রিয়ার ক্যামেরা। রয়েছে ডিজিটাল ক্লাস্টারও।
AMT সিলেক্টর এখন কনসোলে রয়েছে। তার সঙ্গেই ফিট ও ফিনিশ আগের থেকে অনেকটাই ভাল হয়েছে। গাড়ির ভিতরে জায়গাও অনেকটা রয়েছে। বুটস্পেসও অনেকটাই ভাল।
Kwid- চালানোর জন্য যথেষ্ট আরামদায়ক। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ ভাল। লাইট স্টিয়ারিং হওয়ায় বেশ সুবিধাজনক। যা ডিজাইন, তাতে শহরের রাস্তায় চালানো তো যাবেই, তারই সঙ্গে অফ-রোডিংও বেশ ভাল। 1.0 পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়ির।
মূলত শহরের রাস্তায় চলাফেরার জন্যই বেশ ভাল গাড়ি এটি। তবে গাড়িতে আরোহী থাকলে এবং এসি চালানো থাকলে পারফরম্যান্সে প্রভাব পড়ে। এই গাড়িটি শহরে চালানোর জন্য খুবই ভাল গাড়ি। তারই সঙ্গে SUV-এর কিছু সুবিধা থাকায় এই দামে বেশ কিছু ভাল ভাল ফিচার পাওয়া যায়।
RXL(O) ভ্যারিয়ান্টের ক্ষেত্রে Renault দাম করেছে ৫.৪ লক্ষ টাকা। তারই সঙ্গে Renault Kwid-এর Climber- ভ্যারিয়ান্টের দাম পড়ছে ৫.৮ লক্ষ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -