Tata Altroz Facelift : টাটা লঞ্চ করল অলট্রোজের ফেসলিফট, দাম কত , নতুন কী পাবেন গাড়িতে ?
Tata Altroz Facelift : নতুন এই গাড়ির দাম শুরু ৬.৪৯ লক্ষ টাকা থেকে। আগের মতোই নতুন অলট্রোজ পেট্রোল, ডিজেল ও সিএনজিতে পাওয়া যাবে। তবে চকচকে লাল রঙে এই হ্যাচব্য়াক বাকিদেরকে অনেকটাই পিছনে ফেলে দেবে।
টাটার এই ফেসলিফট নজর কাড়ছে সবার।
1/7
টাটা লঞ্চ করল নতুন অলট্রোজ ফেসলিফট । অনেকদিন ধরেই এই গাড়ির ফেসলিফটের দিকে তাকিয়ে ছিল গাড়ি বাজার। কম দামে এই হ্যাচব্যাক এবার দিচ্ছে আরও বেশি ফিচার।
2/7
নতুন এই গাড়ির দাম শুরু ৬.৪৯ লক্ষ টাকা থেকে। আগের মতোই নতুন অলট্রোজ পেট্রোল, ডিজেল ও সিএনজিতে পাওয়া যাবে। তবে চকচকে লাল রঙে এই হ্যাচব্য়াক বাকিদেরকে অনেকটাই পিছনে ফেলে দেবে।
3/7
স্মার্ট, পিওর, ক্রিয়েটিভ ও অ্যাকমপ্লিশড এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে গাড়ি। নতুন অলট্রোজের সামনে ও পিছনের ডিজাইনে আনা হয়েছে বড় পরিবর্তন। এবার পাঁচটি কালার অপশনে পাওয়া যাবে এই হ্যাচব্যাক।
4/7
এই গাড়ির ভিতরে একটি নতুন টু-স্পোক স্টিয়ারিং ও একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি নতুন টাচস্ক্রিন দেওয়া হয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ৬টি স্পিকার অডিও সিস্টেম। এ ছাড়াও আরও বৈশিষ্ট্য দেওয়া হয়েছে গাড়িতে।
5/7
অল্ট্রোজে ১.২ লিটার পেট্রোল, ডিসিএও পাওয়া যাবে। ডিজেলের পাশাপাশি এই গাড়িতে কম শক্তিসম্পন্ন সিএনজিও পাওয়া যাচ্ছে। তবে টার্বো পেট্রোল অপশন দেওয়া হয়নি এই গাড়িতে।
6/7
তবে ছোট হ্যাচব্য়াকের মধ্যে টাটার এই গাড়ি আগেই ক্রেতাদের পছন্দের তালিকায় চলে এসেছে। তবে এই বিভাগে প্রতিযোগীর অভাব নেই। সেই ক্ষেত্রে বড় কোম্পানিগুলির মধ্য়ে রয়েছে হুন্ডাই, মারুতির নাম।
7/7
এবারের টাটা অলট্রোজ ফেসলিফটে লঞ্চ কালার সবার নজর কেড়েছে। কারণ এতে গ্লসি রেডের সঙ্গে ব্ল্যাক ব্যবকার করেচে কোম্পানি। পাশাপাশি টেল ও ফ্রন্ট লাইটে রয়েছে নির্দিষ্ট ডিজাইন। যা গাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Published at : 22 May 2025 10:26 PM (IST)