Ola S1 Air: নতুন ইলেকট্রিক স্কুটার ওলা এস১ এয়ার লঞ্চ হয়েছে ভারতে, দেখে নিন দাম ও অন্যান্য ফিচার
Ola Electric Scooter: এর আগে ওলা এস১ এবং ওলা এস১ প্রো- এই দুই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটার।
ওলা ইলেকট্রিক স্কুটার
1/10
ওলা এস১ এয়ার লঞ্চ হয়েছে ভারতে। এই নিয়ে তৃতীয় ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ করল ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ।
2/10
ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। একাধিক রঙে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক স্কুটার।
3/10
ওলা এস ১ এয়ার ইলেকট্রিক স্কুটারের আসল দাম ৮৪,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এই ই-স্কুটার পাওয়া যাবে ৭৯,৯৯৯ টাকায়।
4/10
লঞ্চ অফার পেতে হলে ২৪ অক্টোবরের মধ্যে অর্থাৎ দীপাবলির আগেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং করতে হবে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে ওলা এস১ এয়ার ই-স্কুটারের বুকিং করা যাবে।
5/10
এই ইলেকট্রিক স্কুটারের কেনাবেচা শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর এপ্রিল মাস থেকে।
6/10
তিনটি মোড রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে। এগুলি হল- ইকো, নরমাল এবং স্পোর্টস। একটি ৪.৫ কিলোওয়াটের পিক মোটর পাওয়ার রয়েছে এই ই-স্কুটারে।
7/10
এছাড়াও রয়েছে দুর্দান্ত অ্যাক্সিলারেশন ক্ষমতা। ঘণ্টায় ০ থেকে ৪০ কিলোমিটার স্পিড তুলতে সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। এই ইলেকট্রিক স্কুটারে পুরো চার্জ দিতে সময় লাগবে ৪.৫ ঘণ্টা। ওলা এস১ এবং ওলা এস১ প্রো ই-স্কুটারে চার্জ দিতে এর থেকে বেশি সময় লাগে। নতুন স্কুটারে অবশ্য রয়েছে তুলনায় ছোট ব্যাটারি প্যাক- ২.৫ kWh।
8/10
ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে রয়েছে ২.৪ kWh ব্যাটারি যেখানে Hyper Charging সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০ ওয়াটের পোর্টেবল চার্জারের সাপোর্ট।ওলা এস১ মডেলের তুলনায় সামান্য ছোট বুট স্পেস (৩৪ লিটার) রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে।
9/10
ওলা এস১ ইলেকট্রিক স্কুটারের তুলনায় নতুন মডেল অনেকটাই হাল্কা। ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের ওজন প্রায় ৯৯ কিলোগ্রাম। এই ই-স্কুটারে রয়েছে একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। এখানে জিপিএসের মাধ্যমে নেভিগেট ফিচারের সুবিধা পাবেন চালকরা।
10/10
কানেক্টিভিটি ফিচার হিসেবে এখানে রয়েছে ওয়াই-ফাই, এলটিই এবং ব্লুটুথ কানেক্টিভিটি। Move OS 3-র সাপোর্ট রয়েছে ওলার নতুন ইলেকট্রিক স্কুটারে।একটি অক্টা-কোর প্রসেসর এবং তার সঙ্গে ৩ জিবি র্যামও রয়েছে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারে।
Published at : 23 Oct 2022 09:30 PM (IST)