Porsche 718 Cayman GT4 RS: পাওয়ারের সঙ্গে দুর্দান্ত লুক, দেখে নিন এই স্পোর্টস কারের ছবি
Porsche সর্বশেষ লঞ্চ হিসাবে 718 Cayman- GT4 RS-এর সবচেয়ে হার্ডকোর সংস্করণ বাজারে এনেছে। কেম্যান রেঞ্জে অনেকগুলি গাড়ি রয়েছে তবে GT4 হল সবচেয়ে বেশি পারফরম্যান্স কেন্দ্রিক গাড়ি। যেখানে RS সংস্করণটি এই গাড়িকে সম্পূর্ণভাবে একটি নতুন স্তরে নিয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেস্টিভ্যাল অফ ড্রিমস ইভেন্টে লঞ্চ করা হয়েছে GT4 RS। আপনি ট্র্যাক ফোকাসড 911s থেকে অনেক বেশকিছু আশা করতে পারেন। এখানে সব সেরা পারফরম্যান্স পাবেন আপনি।
মিড-ইঞ্জিনের স্পোর্টস কারটির ওজন মাত্র 1,415 কেজি। এর কার্ব ওয়েট ইঞ্জিনটিকে একটি ন্য়াচারালি অ্যাপিরেটেড ফ্ল্যাট-সিক্স সিলিন্ডার পাওয়ার দিয়ে থাকে। যা 911 GT3-এর মতোই GT4 এর উপর অতিরিক্ত 80PS পাওয়ার তৈরি করে।
কার্বন ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক (CFRP) পাওয়ার পাবেন এই গাড়িতে। গাড়ি অ্যারোডাইনামিকস অসাধারণ হওয়ায় এর গতিতে সাহায্য করে।
গাড়ির ওজন কমাতে হালকা দরজা ব্যবহার করা হয়েছে প্যানেলে। পিছনের দরজায় বেশিরভাগটাই কাঁচ ব্যবহার করেছে কোম্পানি।
image 6
৩০ মিলিমিটারের লোয়ার রাইড হাইট গাড়িকে দুর্ন্ত গতিতে বাঁকে নিতে সাহায্য করবে।
মাত্র ৩.৪ সেকেন্ডে ১০০ কিমি গতি ধরতে পারে এই গাড়ি। ডুটো ক্লাচের ট্রান্স মিশনে পাওয়া যাবে এই গাড়ি।
এটি কেম্যোন মডেলের থেকে অনেকটাই এগিয়ে। এটা পুরোপুরি ড্রাইভার কার।
এই পাওয়ার মেশিনের দাম শুরু হচ্ছে ২.৫৪ কোটি টাকা এক্স শোরুম থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -