Porsche EV: ৪ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি গতি উঠবে ! রেঞ্জ দেবে ৫৯১ কিমি- লুক আর ফিচার্সে নজর কাড়বে পোর্শের এই নয়া ইভি
Porsche Macan Turbo Electric: বৈদ্যুতিন গাড়ি সাধারণত দারুণ গতিতে ছোটে। তবে পোর্শের এই নতুন বৈদ্যুতিন গাড়িটি আরও অনেক বেশি শক্তিশালী। গাড়িটির ICE ভার্সন আগে থেকেই বাজারে ছিল।
কী চমক এই গাড়িতে ?
1/10
বৈদ্যুতিন গাড়ি সাধারণত দারুণ গতিতে ছোটে। তবে পোর্শের এই নতুন বৈদ্যুতিন গাড়িটি আরও অনেক বেশি শক্তিশালী। গাড়িটির ICE ভার্সন আগে থেকেই বাজারে ছিল।
2/10
এই জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থার দুটি মডেল এখনও ভারতের বাজারে দারুণভাবে জনপ্রিয়। এগুলি হল – Cayenne এবং Macan। এই দুটি পোর্শের বেস্ট সেলিং মডেল।
3/10
Macan ইভিটি মূলত নির্মিত হয়েছে PPE আর্কিটেকচারের উপর ভিত্তি করে। এতে আপনি পাবেন সুপারফাস্ট চার্জিংয়ের সুবিধে।
4/10
পোর্শের টপ-এন্ড ভার্সনটি বিশ্বের সবথেকে দ্রুতগতি সম্পন্ন গাড়ি হতে চলেছে। এর ইঞ্জিনে ৬৩৯ এইচপি শক্তি ও ১১৩০ এনএম টর্ক উৎপন্ন করে।
5/10
একবার সম্পূর্ণ চার্জে পোর্শের এই নয়া ইভিতে যাওয়া যাবে ৫৯১ কিমি রাস্তা। সংস্থা এমনটাই দাবি করেছে।
6/10
অন্য সমস্ত পোর্শের গাড়ির মত এই গাড়ির ইন্টিরিয়রও নজর কাড়বে আপনার। আলসান্টারা দিয়ে কভার রয়েছে এই গাড়ির স্টিয়ারিং হ্যান্ডল।
7/10
গাড়ির ভিতরে রয়েছে তিন তিনটি স্ক্রিন, ১০.৯ ইঞ্চির প্যাসেঞ্জার টাচস্ক্রিন এবং ১২.৬ ইঞ্চির মেন সেন্ট্রাল টাচস্ক্রিন।
8/10
লার্জ গ্লাস রুফ, অল রাউন্ড ক্যামেরা, প্রিমিয়াম বোস অডিয়ো সিস্টেমের ফিচার্স পাবেন পোর্শে ম্যাকান টার্বো ইলেকট্রিক মডেলে।
9/10
গাড়ির বুট স্পেস রয়েছে ৫৪০ লিটার এবং ৮৪ লিটার আয়তনের ফ্রান্সেস লাগানো আছে এই গাড়িতে। মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি গতি তুলতে সক্ষম পোর্শের এই গাড়ি।
10/10
এই গাড়ির দাম শুরু হচ্ছে ১.৬ কোটি টাকা থেকে এবং টপ এন্ড মডেলের দাম পৌঁছায় ২ কোটি টাকায়।
Published at : 23 Feb 2025 02:04 PM (IST)