Premium Bikes: দাম ২০ লাখের মধ্যে, দুর্ধর্ষ ফিচার্স- নজর কাড়বে এই ৫ প্রিমিয়াম বাইক
সেরা প্রিমিয়াম বাইকের তালিকায় প্রথমেই আছে Aprilia Tuareg 660 মডেলটি। ৬৫৯ সিসির ইঞ্জিন, ৬টি গিয়ারবক্স ট্রান্সমিশন সিস্টেম এর অন্যতম বৈশিষ্ট্য। ছবি- www.aprilia.com
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাইক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে অভিনেতা জন আব্রাহামকে। অ্যাপ্রিলিয়ার এই বাইকের দাম ১৮.৮৫ লক্ষ টাকা থেকে শুরু। ছবি- www.aprilia.com
তালিকায় এর পরেই আছে Seeka S Bolt মডেলটি। এতে 72V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। ছবি- seekamotors.com
একবার চার্জ দিলে ৯০-১৪০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ৩ বছরের ওয়্যারান্টি সহ এর দাম ১.৬৯ লক্ষ টাকা। ছবি- seekamotors.com
কিছুদিন আগেই বাজারে এসেছে Kawasaki Ninja 500-র মডেলটি যা একটি ৪ স্ট্রোক প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিনের সঙ্গে আসছে। ছবি- kawasaki-india.com
কাওয়াসাকির এই বাইকের গড় এক্স শোরুম দাম রাখা হয়েছে ৫.২৪ লক্ষ টাকা। ছবি- kawasaki-india.com
সম্প্রতি প্রিমিয়াম বাইকপ্রেমীদের তালিকায় জায়গা করে নিয়েছে Triumph Tiger 900-এর মডেলটি। দুটি ভ্যারিয়ান্ট আছে এর GT এবং Rally Pro। ছবি- www.triumphmotorcycles.in
নতুন Tiger 900 Rally Pro-এর এক্স-শোরুম দাম যেখানে ১৫.৯৫ লক্ষ টাকা, সেখানে এর GT ভ্যারিয়েন্টের দাম ১৩.৯৫ লক্ষ টাকা। ছবি- www.triumphmotorcycles.in
এই তালিকায় সবার শেষে আছে Suzuki V-Strom 800DE বাইকের মডেলটি। এতে ৪ স্ট্রোক ২ সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। ছবি- www.suzukimotorcycle.co.in
এতে ২০ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। বাইকটির এক্স শোরুম দাম ১০.৩০ লক্ষ টাকা। ছবি- www.suzukimotorcycle.co.in
- - - - - - - - - Advertisement - - - - - - - - -