Royal Enfield: নতুন বছরে এই তিন বাইক আনছে রয়্যাল এনফিল্ড, রইল মডেলের নাম
Bike News: বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে একের পর এক নতুন বাইক, তা সত্ত্বেও চিন্তা কমল না। রয়্য়াল এনফিল্ডের চিন্তা বাড়াল ডিসেম্বরের সেল। যদিও নয়ডার অটো শোতে বেশ কয়েকটি নতুন প্রোডাক্ট আনতে চলেছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, Super Meteor 650 দুটি ভেরিয়েন্টে আসবে। যার মধ্যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টটি ইন্টারস্টেলার (ধূসর ও সবুজ) ও অ্যাস্ট্রাল (নীল, কালো , সবুজ) পেইন্ট স্কিমে পাওয়া যাবে। (প্রতীকী ছবি)
যদিও এর Tourer সেলসিয়াল ভেরিয়েন্ট (নীল ও লাল) রঙে বাজারে আসবে। এটি কোম্পানির তৃতীয় বাইক যা 650cc প্ল্যাটফর্মে সম্পূর্ণ নতুন চ্যাসিস সহ তৈরি করা হয়েছে।
Royal Enfield শীঘ্রই নতুন প্রজন্মের Bullet 350 বাজারে আনতে চলেছে। এই বাইকটি কোম্পানির J সিরিজের লাইনআপের একটি অংশ হবে।
এতেও কোম্পানির Meteor 350, Classic 350 এবং Hunter 350-এর মতো একই ইঞ্জিন পাওয়া যাবে। এর দাম বর্তমান মডেলের থেকে বেশি হতে পারে।
Royal Enfield 2023 সালে দেশে আরেকটি নতুন বাইক, Himalayan 450 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি লিকুইড-কুলিং সহ সর্বকালের সবচেয়ে উন্নত রয়্যাল এনফিল্ড ইঞ্জিনে চলে।
এটি KTM 390 অ্যাডভেঞ্চারের মতো পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। এটি অফ রোডার হিসেবে আনতে চলেচে কোম্পানি। এর দাম হতে পারে 2.8 লক্ষ টাকা।
সম্প্রতি রয়্যাল এনফিল্ড ডিসেম্বরের সেলস রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে কোম্পানি জানিয়েছে , তাদের বিক্রি 7% হ্রাস পেয়েছে। গত ডিসেম্বর মাসে, কোম্পানি মোট 68,400 ইউনিট বাইক বিক্রি করেছিল।
2021 সালের সঙ্গে তুলনা করলে ডিসেম্বরে, 73,739 ইউনিট বিক্রি হয়েছিল কোম্পানির।
যদি কোম্পানির আশা, 2023 সালে রয়্যাল এনফিল্ডের বিক্রি দ্রুত হারে বাড়বে। যার জন্য কোম্পানি শীঘ্রই তিনটি নতুন মোটরসাইকেল বাজারে আনতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -