Super Meteor 650: ট্রায়াম্ফ, হার্লে ডেভিডসনের চিন্তা বাড়াবে এই বাইক, দুর্দান্ত মডেল আনল রয়্যাল এনফিল্ড

Royal Enfield Super Meteor 650: আর মাসখানেক অপেক্ষা। ২০২৩ সালের শুরুতেই দেশের রাস্তায় দেখা যাবে রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০। মাঝারি আকারের (250cc-750cc) বিভাগে এই বাইক নিয়ে আসবে RE।

Royal Enfield Super Meteor 650:

1/9
আর মাসখানেক অপেক্ষা। ২০২৩ সালের শুরুতেই দেশের রাস্তায় দেখা যাবে রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০। মাঝারি আকারের (250cc-750cc) বিভাগে এই বাইক নিয়ে আসবে RE।
2/9
কোম্পানি সূত্রে খবর, ভারতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেল হবে এই বাইক। যা কন্টিনেন্টাল GT 650 ও ইন্টারসেপ্টরের ওপরের শ্রেণিতে থাকবে।
3/9
Super Meteor 650: ইতিমধ্যেই সুপার মিটিওর 650 ইতালির মিলানে EICMA 2022-তে আত্মপ্রকাশ করেছে। এটি সম্প্রতি ভারতে রয়্যাল এনফিল্ড রাইডার ম্যানিয়া 2022-এ দেখানো হয়েছে।
4/9
কয়েকদিন আগেই গোয়াতে হয়েছিল এই বাইক শো। কোম্পানির তরফে জানানো হয়েছে, রাইডার ম্যানিয়ায় অংশগ্রহণকারীরা এই বাইকের প্রি বুকিংকরতে পারবেন। তবে অফিশিয়ালি এই বাইকের এখনও বুকিং শুরু হয়নি।
5/9
ভারতে Super Meteor 650 এর দাম হতে পারে 3.50 লক্ষ টাকার কাছাকাছি (এক্স-শোরুম)। এটি স্ট্যান্ডার্ড ও ট্যুরার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
6/9
এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প ও ইন্ডিকেটর, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, চওড়া টানা-ব্যাক হ্যান্ডেলবার, রিডিজাইন করা ইঞ্জিন কভার, লো স্ক্যালপড সিট ও সম্পূর্ণ ফুট-ফরোয়ার্ড ফুট পেগ।
7/9
সুপার মিটিওর 650 648cc প্যারালাল টুইন, 4-স্ট্রোক, SOHC, এয়ার-অয়েল কুলড, EFI ইঞ্জিন ব্যবহার করে, যা Continental GT 650 ও Interceptor 650 তেও কাজ করে। ইঞ্জিনটি সর্বোচ্চ 47PS শক্তি ও 52.3Nm পিক টর্ক তৈরি করে। এতে পাবেন একটি 6-স্পিড গিয়ারবক্স।
8/9
Super Meteor 650 একটি স্টিলের শক্তিশালী ফ্রেমে বসানো হয়েছে। সাসপেনশনের জন্য ​​সামনের দিকে USD ফর্ক ও পিছনে প্রিলোড-অ্যাডজাস্টেবল টুইন শক দিয়েছে কোম্পানি। মোটরসাইকেলটির সামনে (320mm) ও পিছনে (300mm) একটি করে ডিস্ক রয়েছে।
9/9
এছাড়াও পাওয়া যাচ্ছে ডুয়াল-চ্যানেল ABS। সামনের দিকে একটি টিউবলেস 100/90 19 M/C 57H টায়ার ও পিছনে একটি টিউবলেস 150/80 B16 M/C 71H সহ অ্যালয় হুইল রয়েছে৷
Sponsored Links by Taboola