Super Meteor 650: ট্রায়াম্ফ, হার্লে ডেভিডসনের চিন্তা বাড়াবে এই বাইক, দুর্দান্ত মডেল আনল রয়্যাল এনফিল্ড
আর মাসখানেক অপেক্ষা। ২০২৩ সালের শুরুতেই দেশের রাস্তায় দেখা যাবে রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০। মাঝারি আকারের (250cc-750cc) বিভাগে এই বাইক নিয়ে আসবে RE।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোম্পানি সূত্রে খবর, ভারতে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি মডেল হবে এই বাইক। যা কন্টিনেন্টাল GT 650 ও ইন্টারসেপ্টরের ওপরের শ্রেণিতে থাকবে।
Super Meteor 650: ইতিমধ্যেই সুপার মিটিওর 650 ইতালির মিলানে EICMA 2022-তে আত্মপ্রকাশ করেছে। এটি সম্প্রতি ভারতে রয়্যাল এনফিল্ড রাইডার ম্যানিয়া 2022-এ দেখানো হয়েছে।
কয়েকদিন আগেই গোয়াতে হয়েছিল এই বাইক শো। কোম্পানির তরফে জানানো হয়েছে, রাইডার ম্যানিয়ায় অংশগ্রহণকারীরা এই বাইকের প্রি বুকিংকরতে পারবেন। তবে অফিশিয়ালি এই বাইকের এখনও বুকিং শুরু হয়নি।
ভারতে Super Meteor 650 এর দাম হতে পারে 3.50 লক্ষ টাকার কাছাকাছি (এক্স-শোরুম)। এটি স্ট্যান্ডার্ড ও ট্যুরার ভেরিয়েন্টে পাওয়া যাবে।
এর বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প ও ইন্ডিকেটর, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, চওড়া টানা-ব্যাক হ্যান্ডেলবার, রিডিজাইন করা ইঞ্জিন কভার, লো স্ক্যালপড সিট ও সম্পূর্ণ ফুট-ফরোয়ার্ড ফুট পেগ।
সুপার মিটিওর 650 648cc প্যারালাল টুইন, 4-স্ট্রোক, SOHC, এয়ার-অয়েল কুলড, EFI ইঞ্জিন ব্যবহার করে, যা Continental GT 650 ও Interceptor 650 তেও কাজ করে। ইঞ্জিনটি সর্বোচ্চ 47PS শক্তি ও 52.3Nm পিক টর্ক তৈরি করে। এতে পাবেন একটি 6-স্পিড গিয়ারবক্স।
Super Meteor 650 একটি স্টিলের শক্তিশালী ফ্রেমে বসানো হয়েছে। সাসপেনশনের জন্য সামনের দিকে USD ফর্ক ও পিছনে প্রিলোড-অ্যাডজাস্টেবল টুইন শক দিয়েছে কোম্পানি। মোটরসাইকেলটির সামনে (320mm) ও পিছনে (300mm) একটি করে ডিস্ক রয়েছে।
এছাড়াও পাওয়া যাচ্ছে ডুয়াল-চ্যানেল ABS। সামনের দিকে একটি টিউবলেস 100/90 19 M/C 57H টায়ার ও পিছনে একটি টিউবলেস 150/80 B16 M/C 71H সহ অ্যালয় হুইল রয়েছে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -