Tata Curvv: সাধ্যের মধ্যে ev খুঁজছেন? আপনার জন্য চমক আনছে Tata! কত দাম?

Tata Curvv EV Price: কবে বাজারে আসছে টাটার এই গাড়ি?

প্রতীকী চিত্র

1/10
পরপর EV বা বৈদ্যুতিন গাড়ি বের করছে টাটা মোটর্স। বৈদ্যুতিন গাড়ির উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সংস্থা। ইভি-এর বাজারও ভালমতোই ধরেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা।
2/10
ওই তালিকায় এবার tata curvv. টাটার এই বিশেষ সেগমেন্টের গাড়ির নতুন সংস্করণ আসছে। আর কদিনের মধ্যেই বাজারে আসবে এই গাড়িটি।
3/10
এই সংস্করণের অন্যতম আকর্ষণ-এটি বৈদ্যুতিন হতে চলেছে। গ্রাহকদের কথা মাথায় রেখে ইভির পাশাপাশি পেট্রোল এবং ডিজেল ভার্সনও রাখছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি।
4/10
Curvv-এর বৈদ্যুতিন সংস্করণ নিয়ে গাড়ি উৎসাহীদের মধ্যে উদ্দীপনা রয়েছে প্রথম থেকেই।
5/10
tata curvv ev বাজারে লঞ্চ হতে চলেছে ৭ আগস্ট। নতুন এই সংস্করণে কী কী বদল হয়েছে? কোনও নতুন ফিচার কি আনা হয়েছে?
6/10
যে কনসেপ্ট বা ভাবনার উপর দাঁড়িয়ে এই Curvv তৈরি হয়েছিল, সেই ভাবনার উপর থেকে খুব বেশি সরেনি tata. তারই সঙ্গে ভারত মবিলিটি শো (Bharat Mobility Show)-তে যে সংস্করণ দেখা গিয়েছিল মোটের উপর সেটাই রয়েছে।
7/10
অনেকটা কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। গাড়ির সামনের অংশটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তাতে প্রথমেই মনে পড়বে টাটার Nexon-এর ডিজাইনের কথা।
8/10
Tata Curvv ev সংস্করণের সামনের দিকটি ICE ভার্সনের তুলনায় কিছুটা আলাদা। কারণ ইভি ভার্সনে সামনের দিকে চার্জিং ফ্ল্যাপ রয়েছে। এছাড়া সামনের দিকে গ্রিল প্যাটার্নও অনেকটাই আলাদা।
9/10
EV সংস্করণে রয়েছে Flush Door Handle এবং বড় আকারের অ্যালয় হুইল। Ev গাড়ির ক্ষেত্রে মাইলেজ মাথায় রাখে প্রস্তুতকারকরা। এই কারণেই tata curvv ev-এর জন্য অন্যরকমের অ্যালয় এবং ইভি-র জন্য বিশেষ টায়ার ব্যবহার করা হয়েছে।
10/10
গাড়ির পিছনের দিকেও কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। এর সঙ্গে ছোট্ট Spoiler এবং কানেক্টেড টেইলল্যাম্প ডিজাইন রয়েছে। মনে করা হচ্ছে এর ইভি সংস্করণ অন্য়রকম রঙের হতে পারে।
Sponsored Links by Taboola