Tata Curvv: সাধ্যের মধ্যে ev খুঁজছেন? আপনার জন্য চমক আনছে Tata! কত দাম?
পরপর EV বা বৈদ্যুতিন গাড়ি বের করছে টাটা মোটর্স। বৈদ্যুতিন গাড়ির উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সংস্থা। ইভি-এর বাজারও ভালমতোই ধরেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই তালিকায় এবার tata curvv. টাটার এই বিশেষ সেগমেন্টের গাড়ির নতুন সংস্করণ আসছে। আর কদিনের মধ্যেই বাজারে আসবে এই গাড়িটি।
এই সংস্করণের অন্যতম আকর্ষণ-এটি বৈদ্যুতিন হতে চলেছে। গ্রাহকদের কথা মাথায় রেখে ইভির পাশাপাশি পেট্রোল এবং ডিজেল ভার্সনও রাখছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি।
Curvv-এর বৈদ্যুতিন সংস্করণ নিয়ে গাড়ি উৎসাহীদের মধ্যে উদ্দীপনা রয়েছে প্রথম থেকেই।
tata curvv ev বাজারে লঞ্চ হতে চলেছে ৭ আগস্ট। নতুন এই সংস্করণে কী কী বদল হয়েছে? কোনও নতুন ফিচার কি আনা হয়েছে?
যে কনসেপ্ট বা ভাবনার উপর দাঁড়িয়ে এই Curvv তৈরি হয়েছিল, সেই ভাবনার উপর থেকে খুব বেশি সরেনি tata. তারই সঙ্গে ভারত মবিলিটি শো (Bharat Mobility Show)-তে যে সংস্করণ দেখা গিয়েছিল মোটের উপর সেটাই রয়েছে।
অনেকটা কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। গাড়ির সামনের অংশটা যেভাবে ডিজাইন করা হয়েছে, তাতে প্রথমেই মনে পড়বে টাটার Nexon-এর ডিজাইনের কথা।
Tata Curvv ev সংস্করণের সামনের দিকটি ICE ভার্সনের তুলনায় কিছুটা আলাদা। কারণ ইভি ভার্সনে সামনের দিকে চার্জিং ফ্ল্যাপ রয়েছে। এছাড়া সামনের দিকে গ্রিল প্যাটার্নও অনেকটাই আলাদা।
EV সংস্করণে রয়েছে Flush Door Handle এবং বড় আকারের অ্যালয় হুইল। Ev গাড়ির ক্ষেত্রে মাইলেজ মাথায় রাখে প্রস্তুতকারকরা। এই কারণেই tata curvv ev-এর জন্য অন্যরকমের অ্যালয় এবং ইভি-র জন্য বিশেষ টায়ার ব্যবহার করা হয়েছে।
গাড়ির পিছনের দিকেও কুপ (Coup)-এর মতো স্টাইল রয়েছে। এর সঙ্গে ছোট্ট Spoiler এবং কানেক্টেড টেইলল্যাম্প ডিজাইন রয়েছে। মনে করা হচ্ছে এর ইভি সংস্করণ অন্য়রকম রঙের হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -