Tata EV Discount: ১.৩ লাখ টাকা সস্তায় মিলছে টাটার এই বৈদ্যুতিন গাড়িগুলি, রেঞ্জ কত পাবেন ?
জুলাই মাসে টাটা মোটরস তাদের ইভি পোর্টফোলিওতে দারুণ অফার নিয়ে এসেছে। সর্বোচ্চ ১.৩ লাখের ছাড় মিলবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটাটা পাঞ্চ, টাটা টিয়াগো, টাটা নেক্সন ইত্যাদি গাড়িতে মিলবে এই ছাড়ের সুযোগ। কত কমে পাবেন এই গাড়িগুলি ?
এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্ট ছাড়া টাটা নেক্সন ইভির সমস্ত ভ্যারিয়ান্টে ১.৩ লাখ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এই গাড়ির এক্স শো-রুম দাম ১৪.৪৯ লাখ টাকা থেকে শুরু।
এই গাড়িতে রয়েছে স্মার্ট ডিজিটাল লাইট। এর পাশাপাশি গাড়িতে স্টিয়ারিং হুইলও দেওয়া আছে। ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে।
৪০.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সাহায্যে এই গাড়িতে এক চার্জে যাওয়া যাবে ৪৬৫ কিমি রাস্তা।
টাটা পাঞ্চ ইভিতে মিলছে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকার ছাড়। ভারতের বাজার এর মোট ২০টি ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে।
এর এক্স শো-রুম দাম ধার্য করা হয়েছে প্রায় ১১ লাখ টাকা। একবার চার্জে এই ইভিতে যাওয়া যাবে ৪২১ কিমি রাস্তা।
টাটা পাঞ্চ ইভিতে মাত্র ৯.৫ সেকেন্ডের মধ্যেই ১০০ কিমি পর্যন্ত গতি উঠতে পারে এবং এই গাড়ি চার্জ হতে সময় নেয় ৫৬ মিনিট।
টাটা টিয়াগো ইভির লং রেঞ্জের ভ্যারিয়ান্টে মিলছে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ছাড়। মিড রেঞ্জের মডেলে ১০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
এই গাড়ির এক্স শো-রুম দাম শুরু হচ্ছে ৭.৯৯ লাখ টাকা থেকে। এতে রেঞ্জ পাওয়া যাবে ৩১৫ কিমি। ২৫ মিনিটেই চার্জ হবে ৮০ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -