Tata Nexon Dark: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও
Nexon Dark Edition: Tata Nexon Dark Edition-এর দাম শুরু হচ্ছে ১১.৪৫ লক্ষ টাকা থেকে। EV এবং ICE দুটি ভার্সনেই আনা হচ্ছে এটি।
নিজস্ব চিত্র
1/8
টাটা মোটর্সের যে গাড়িগুলি বাজার কাঁপিয়েছে তার মধ্যে অন্যতম Tata Nexon. এই মডেলেরই ডার্ক এডিশন আনল টাটা মোটর্স। EV এবং ICE দুটি ভার্সনেই আনা হচ্ছে এটি। Tata Nexon Dark Edition-এর দাম শুরু হচ্ছে ১১.৪৫ লক্ষ টাকা থেকে।
2/8
এই মডেলের একাধিক আপডেট হয়েছে। নতুন এই ভার্সনে ব্ল্যাক লুকই সবচেয়ে বেশি আলোচনার বিষয়।
3/8
গাড়িটির সামনের দিকে কালো রঙের ডিজাইন থিম রয়েছে। রয়েছে ব্ল্যাক গ্রিল এবং কালো রঙেরই বাম্পার। এখানেই শেষ নয় Roof-Rails এবং অ্য়ালয় হুইলও কালো রঙের। গাড়িতে Tata Logo- ও কালো।
4/8
EV Nexon এবং ICE Nexon- এর মধ্যে আগও যা পার্থক্য ছিল। Dark Edition-এও একই পার্থক্য রয়েছে। নেক্সন ইডি ডার্কে ফুল উইথ লাইটিং সিগনেচার রয়েছে।
5/8
গাড়ির অন্দরসজ্জাতেও কালো রঙেরই আধিক্য। আপহোলস্টারিতেও কালো রং। চকচকে বা গ্লসি ব্ল্যাক দিয়ে বাকি অন্দরসজ্জা তৈরি।
6/8
ICE nexon dark- এ রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে। রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সানরুফ।
7/8
নেক্সন ইভি ডার্কে অবশ্য আরও বড় টাচস্ক্রিন রয়েছে। রয়েছে আরও বেশ কিছু ফিচার। ICE nexon dark-এ স্ট্যান্ডার্ড নেক্সনের মতোই পেট্রোল ও ডিজেলের ২ রকম ইঞ্জিন অপশন রয়েছে। রয়েছে সবরকম গিয়ারবক্স অপশনও।
8/8
Nexon EV Dark-এ আরও বড় ব্যাটারি প্যাক রয়েছে যার রেঞ্জ আরও বেশি। স্ট্যান্ডার্ড অপশনটি থেকে এর দাম ১০০০০ টাকা বেশি। স্ট্যান্ডার্ড ICE নেক্সনের চেয়ে ICE nexon dark দাম ৩৫০০০ টাকা বেশি।
Published at : 04 Mar 2024 11:37 PM (IST)
Tags :
Tata Nexon Dark Edition