Tata Nexon Dark: কালোয় মোড়া আগাগোড়া! সামনে এল Tata Nexon-এর ডার্ক এডিশন, চমক ফিচারেও

Nexon Dark Edition: Tata Nexon Dark Edition-এর দাম শুরু হচ্ছে ১১.৪৫ লক্ষ টাকা থেকে। EV এবং ICE দুটি ভার্সনেই আনা হচ্ছে এটি।

নিজস্ব চিত্র

1/8
টাটা মোটর্সের যে গাড়িগুলি বাজার কাঁপিয়েছে তার মধ্যে অন্যতম Tata Nexon. এই মডেলেরই ডার্ক এডিশন আনল টাটা মোটর্স। EV এবং ICE দুটি ভার্সনেই আনা হচ্ছে এটি। Tata Nexon Dark Edition-এর দাম শুরু হচ্ছে ১১.৪৫ লক্ষ টাকা থেকে।
2/8
এই মডেলের একাধিক আপডেট হয়েছে। নতুন এই ভার্সনে ব্ল্যাক লুকই সবচেয়ে বেশি আলোচনার বিষয়।
3/8
গাড়িটির সামনের দিকে কালো রঙের ডিজাইন থিম রয়েছে। রয়েছে ব্ল্যাক গ্রিল এবং কালো রঙেরই বাম্পার। এখানেই শেষ নয় Roof-Rails এবং অ্য়ালয় হুইলও কালো রঙের। গাড়িতে Tata Logo- ও কালো।
4/8
EV Nexon এবং ICE Nexon- এর মধ্যে আগও যা পার্থক্য ছিল। Dark Edition-এও একই পার্থক্য রয়েছে। নেক্সন ইডি ডার্কে ফুল উইথ লাইটিং সিগনেচার রয়েছে।
5/8
গাড়ির অন্দরসজ্জাতেও কালো রঙেরই আধিক্য। আপহোলস্টারিতেও কালো রং। চকচকে বা গ্লসি ব্ল্যাক দিয়ে বাকি অন্দরসজ্জা তৈরি।
6/8
ICE nexon dark- এ রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে। রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, সানরুফ।
7/8
নেক্সন ইভি ডার্কে অবশ্য আরও বড় টাচস্ক্রিন রয়েছে। রয়েছে আরও বেশ কিছু ফিচার। ICE nexon dark-এ স্ট্যান্ডার্ড নেক্সনের মতোই পেট্রোল ও ডিজেলের ২ রকম ইঞ্জিন অপশন রয়েছে। রয়েছে সবরকম গিয়ারবক্স অপশনও।
8/8
Nexon EV Dark-এ আরও বড় ব্যাটারি প্যাক রয়েছে যার রেঞ্জ আরও বেশি। স্ট্যান্ডার্ড অপশনটি থেকে এর দাম ১০০০০ টাকা বেশি। স্ট্যান্ডার্ড ICE নেক্সনের চেয়ে ICE nexon dark দাম ৩৫০০০ টাকা বেশি।
Sponsored Links by Taboola