Tata Punch: ১১ লাখের মধ্যেই SUV ! পাঁচ-পাঁচটি এক্স ফ্যাক্টর আছে টাটা পাঞ্চ ইভিতে, জানেন ?
বাজারে এসে গেল টাটা পাঞ্চের নতুন ইভি। ইলেকট্রিক ভেহিকলের দুনিয়ায় সাড়া ফেলবে এই মডেলের গাড়ি। নেক্সন ইভির পরেই টাটার এই মডেল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। জেনে নিন এই গাড়ির সেরা ৫ এক্স ফ্যাক্টর। ছবি- টাটা পাঞ্চ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকেবারে অভিনব ইভি আর্কিটেকচার রয়েছে এই টাটা পাঞ্চ ইভিতে। Acti.EV আর্কিটেকচারের ছোঁয়া লেগেছে এই মডেলে। আর আশা করা যায় ভবিষ্যতেও টাটার ইভি মডেলে এই আর্কিটেকচার দেখা যাবে। ছবি- টাটা পাঞ্চ
টাটা পাঞ্চ ইভিই হল টাটার প্রথম ইভি যা কিনা ফ্রন্টে চার্জিং ফ্ল্যাপ যুক্ত। একটা অতিরিক্ত ফ্ল্যাঙ্কও রয়েছে এই গাড়িতে। ছবি- টাটা পাঞ্চ
ডিসি ফাস্ট চার্জিং ব্যবস্থার মাধ্যমেও ৫৬ মিনিটের মধ্যেই ১০ থেকে ৮০ শতাংশ চার্জ দেওয়া সম্ভব টাটা পাঞ্চ ইভিতে। ছবি- টাটা পাঞ্চ
এই অতিরিক্ত ফ্ল্যাঙ্কের মানে হল গাড়ির ভিতরে ১৪ লিটার অতিরিক্ত স্টোরেজ স্পেস রয়েছে টাটা পাঞ্চ ইভিতে। ছবি- টাটা পাঞ্চ
পাঞ্চ ইভিতে দুটো ব্যাটারি প্যাক রয়েছে। একটি 25 Kwh এবং অন্যটি 35 Kwh। এই মডেলের লং রেঞ্জ ভার্সনে গতি উঠবে ৪২১ কিমি এবং মিডিয়াম রেঞ্জে গতি উঠবে প্রায় ৩১৫ কিমি। ছবি- টাটা পাঞ্চ
নতুন ফিচার্সের মধ্যে এই গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এয়ার পিউরিফায়ার, আর্কেড ইভি অ্যাপ স্যুট, পাওয়ারড হ্যান্ডব্রেক ইত্যাদি। ছবি- টাটা পাঞ্চ
এছাড়াও টাটা পাঞ্চ তার মডেলে রেখেছে টুইন ডিজিটাল স্ক্রিন, ভেন্টিলেটেড সিট, স্ট্যান্ডার্ড সেফটি ফিচার্স হিসেবে এতে ৬টি এয়ারব্যাগও রয়েছে। ছবি- টাটা পাঞ্চ
190mm গ্রাউন্ড ক্লিয়ারেন্সও রয়েছে এতে। এছাড়া 350 Nm ওয়াটার ওয়েডিং ক্ষমতাও রয়েছে টাটা পাঞ্চ ইভিতে। ছবি- টাটা পাঞ্চ
টাটা পাঞ্চ ইভির দাম শুরু হচ্ছে ১০.৯৯ লক্ষ টাকা থেকে এবং টপ এন্ড এলআর ভার্সনের জন্য এর দাম পড়বে ১৪.৪ লক্ষ টাকা। ছবি- টাটা পাঞ্চ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -