Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tata Tiago EV: টাটা'র নতুন ইলেকট্রিক গাড়ি Tiago, দাম শুরু হচ্ছে ১০ লক্ষেরও কমে
ভারতে প্রথমবারের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ হয়েছে যার দাম ১০ লক্ষ টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Tata Tiago।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১১.৭৯ লক্ষ টাকা। আগামী বছর জানুয়ারি মাস থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে।
টাটা সংস্থার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ি Tiago মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে Tata Tigor EV- র। দুই গাড়ির powertrain একই ধরনের।
Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে Ziptron EV আর্কিটেকচার। এর সাহায্যে অনেক ভাল রেঞ্জ এবং পারফরম্যান্স পাওয়া সম্ভব।
Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে একটি 24kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩১৫ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে ৩১৫ কিলোমিটার সফর করা সম্ভব।
এই ইলেকট্রিক গাড়ির আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেখানে তুলনায় ছোট ব্যাটারি প্যাক রয়েছে, 19.2 kWh এবং এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ২৫০ কিলোমিটার।
Tata Tiago EV চার্জ দেওয়া সম্ভব একটি DC fast charger- এর সাহায্যে। এর পাশাপাশি একটি AC charger এবং কনভেনশনাল বা চিরাচরিত চার্জিং প্লাগ পয়েন্টের মাধ্যমেও এই ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়া সম্ভব।
টাটা সংস্থার দাবি তাদের এই Tiago EV গাড়িতে একটি 7.2kW চার্জারের সাহায্যে পুরো চার্জ দেওয়া সম্ভব ৩ ঘণ্টা ৩৬ মিনিটে।
একাধিক রিজেনারেশন মোড রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এর ফলে Tata Tiago গাড়িতে অনেক বেশি রেঞ্জ পাওয়া সম্ভব এবং one pedal driving ফিচারকেও সাহায্য করবে এই রিজেনারেশন মোড।
টাটার নতুন ইলেকট্রিক গাড়ি Tata Tiago EV মডেলের সর্বত্র রয়েছে নীল রঙের হাইলাইট যা এই গাড়িকে ডিজাইনের থেকে আলাদা করবে। এছাড়াও এই গাড়িতে রয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -