Tata Tiago EV: টাটা'র নতুন ইলেকট্রিক গাড়ি Tiago, দাম শুরু হচ্ছে ১০ লক্ষেরও কমে
Electric Vehicle- টাটা সংস্থার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ি Tiago মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে Tata Tigor EV- র।
টাটা কোম্পানির নতুন ইলেকট্রিক গাড়ি
1/10
ভারতে প্রথমবারের জন্য এমন একটি ইলেকট্রিক গাড়ি (EV) লঞ্চ হয়েছে যার দাম ১০ লক্ষ টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Tata Tiago।
2/10
জানা গিয়েছে, এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৪৯ লক্ষ টাকা থেকে। তবে টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ১১.৭৯ লক্ষ টাকা। আগামী বছর জানুয়ারি মাস থেকে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে।
3/10
টাটা সংস্থার নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক গাড়ি Tiago মডেলের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে Tata Tigor EV- র। দুই গাড়ির powertrain একই ধরনের।
4/10
Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে Ziptron EV আর্কিটেকচার। এর সাহায্যে অনেক ভাল রেঞ্জ এবং পারফরম্যান্স পাওয়া সম্ভব।
5/10
Tata Tiago ইলেকট্রিক গাড়িতে রয়েছে একটি 24kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি। এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩১৫ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে ৩১৫ কিলোমিটার সফর করা সম্ভব।
6/10
এই ইলেকট্রিক গাড়ির আরও একটি ভ্যারিয়েন্ট রয়েছে। সেখানে তুলনায় ছোট ব্যাটারি প্যাক রয়েছে, 19.2 kWh এবং এই ব্যাটারি প্যাকের রেঞ্জ ২৫০ কিলোমিটার।
7/10
Tata Tiago EV চার্জ দেওয়া সম্ভব একটি DC fast charger- এর সাহায্যে। এর পাশাপাশি একটি AC charger এবং কনভেনশনাল বা চিরাচরিত চার্জিং প্লাগ পয়েন্টের মাধ্যমেও এই ইলেকট্রিক গাড়িতে চার্জ দেওয়া সম্ভব।
8/10
টাটা সংস্থার দাবি তাদের এই Tiago EV গাড়িতে একটি 7.2kW চার্জারের সাহায্যে পুরো চার্জ দেওয়া সম্ভব ৩ ঘণ্টা ৩৬ মিনিটে।
9/10
একাধিক রিজেনারেশন মোড রয়েছে এই ইলেকট্রিক গাড়িতে। এর ফলে Tata Tiago গাড়িতে অনেক বেশি রেঞ্জ পাওয়া সম্ভব এবং one pedal driving ফিচারকেও সাহায্য করবে এই রিজেনারেশন মোড।
10/10
টাটার নতুন ইলেকট্রিক গাড়ি Tata Tiago EV মডেলের সর্বত্র রয়েছে নীল রঙের হাইলাইট যা এই গাড়িকে ডিজাইনের থেকে আলাদা করবে। এছাড়াও এই গাড়িতে রয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার।
Published at : 28 Sep 2022 09:40 PM (IST)