Automobiles: এই পাঁচটি বড় গাড়ি,বাইক লঞ্চ হয়েছে জুলাইয়ে, দেখে নিন ছবি
নতুন যানবাহন লঞ্চের ক্ষেত্রে একটি বিশেষ মাস ছিল জুলাই। ভারতীয় অটো শিল্প তাকিয়ে ছিল এই মাসের দিকে। জেনে নিন, কোন কোন বাইক বা গাড়ি লঞ্চ হয়েছে এই মাসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় প্রথম নামটি হল Hyundai এর micro SUV Hyundai Exeter। যার প্রারম্ভিক মূল্য 6 লক্ষ টাকা এক্স-শোরুমে লঞ্চ করা হয়েছিল। বাজারে এটি সরাসরি টাটা পঞ্চের সাথে প্রতিযোগিতা করে। বিশেষ ফিচার হিসেবে এতে সানরুফ ও ড্যাশ ক্যামের মতো ফিচার দেওয়া হয়েছে।
দ্বিতীয় গাড়িটি কিয়া সেলটোস ফেসলিফ্ট, যা জুলাই মাসে লঞ্চ হয়েছে। এর প্রারম্ভিক মূল্য 10.89 লক্ষ টাকা এক্স-শোরুম। এটি তিনটি ইঞ্জিন বিকল্প অফার করে।
তিন নম্বরে রয়েছে Maruti Suzuki Invicto, যা Maruti এর সবচেয়ে প্রিমিয়াম MPV। যার প্রারম্ভিক মূল্য 24.79 লক্ষ টাকা এক্স-শোরুম। এটি কোম্পানির প্রথম স্বয়ংক্রিয় ট্রান্সমিশন কার।
চার নম্বরে রয়েছে Triumph Speed 400, একটি বাইক যৌথভাবে Bajaj ও Triumph এই মাসে লঞ্চ করেছে। এর প্রারম্ভিক মূল্য 2.33 লক্ষ টাকা। এটি হারলে X440 এর সাথে প্রতিযোগিতা করবে।
এই তালিকায় নতুন বাইকটি হল Harley Davidson X440 যা জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এই বাইকটি Hero Motocorp এবং Harley মিলে প্রস্তুত করেছে । এর প্রারম্ভিক মূল্য 2.29 লক্ষ টাকা এক্স-শোরুম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -