Electric Scooters: এই পাঁচ ইলেকট্রিক স্কুটার দেয় সেরা মাইলেজ,দেখে নিন কোনগুলি আছে তালিকায়
পেট্রোলের আকাশছোঁয়া দামের কারণে অনেকেই এখন ইলেকট্রিক স্কুটার কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে আপনি এই পাঁচটি ভাল রেঞ্জের বৈদ্যুতিক স্কুটারের বিষয়ে বিবেচনা করতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইলেকট্রিক স্কুটারের মাইলেজের দিক থেকে সিম্পল ওয়ান এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে। যার রাইডিং রেঞ্জ এক চার্জে 212 কিমি পর্যন্ত। এই ইলেকট্রিক স্কুটার কিনতে আপনাকে 1.45 লক্ষ টাকা দিতে হবে। যদিও এটি এর এক্স-শোরুম প্রাইস।
দ্বিতীয় স্থানে রয়েছে Ola S1 Pro ইলেকট্রিক স্কুটার। যা দেশে খুব জনপ্রিয় হয়েছে। এক চার্জে এর রাইডিং রেঞ্জ 181 কিলোমিটার পর্যন্ত। এই ইলেট্রিক স্কুটার কিনতে আপনাকে 1.40 লক্ষ টাকার এক্স-শোরুম প্রাইস দিতে হবে।
তিন নম্বরে আপনি Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার বেছে নিতে পারেন। এক চার্জে এর রাইডিং রেঞ্জ 165 কিমি পর্যন্ত। এই ইলেকট্রিক স্কুটার কিনতে আপনাকে 1.26 লক্ষ টাকা দিতে হবে।
এই তালিকায় পরবর্তী নামটি হল Ather 450X ইলেকট্রিক স্কুটার, যা একবার চার্জে 146 কিলোমিটার পর্যন্ত রাইডিং রেঞ্জ দিতে সক্ষম। এই স্কুটার কিনতে আপনাকে 1.28 লক্ষ টাকা এক্স-শোরুম প্রাইস দিতে হবে।
দেশের ইলেকট্রিক স্কুটারে পঞ্চম এবং শেষ নামটি হল TVS ইলেকট্রিক স্কুটার iQube, যা আপনি 1.22 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে বাড়িতে আনতে পারেন। আপনি এই স্কুটারে একবার চার্জে 145 কিলোমিটার পর্যন্ত রাইডিং রেঞ্জ পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -