Car News: ১০ লাখের মধ্যেই পেয়ে যাবেন বাজারসেরা এইসব SUV, ফিচার্সে কে, কাকে টেক্কা দেবে ?

SUV Cars: ভারতের SUV-র ক্রমবর্ধমান চাহিদার বাজারে বেশ কিছু কমদামী SUV-ও নিয়ে এসেছে কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থা। এদের মধ্যে প্রথমেই রয়েছে টাটা নেক্সনের নাম। এছাড়াও তালিকায় আর কোন মডেল আছে ?

ছবি- মারুতি কারের ওয়েবসাইট থেকে

1/10
ভারতের SUV-র ক্রমবর্ধমান চাহিদার বাজারে বেশ কিছু কমদামী SUV-ও নিয়ে এসেছে কয়েকটি গাড়ি নির্মাতা সংস্থা। এদের মধ্যে প্রথমেই রয়েছে টাটা নেক্সনের নাম। ছবি- টাটা নেক্সনের ওয়েবসাইট থেকে
2/10
এই গাড়ির দাম শুরু হচ্ছে ৯.৯ লক্ষ টাকা থেকে। মোট ৯টি ভ্যারিয়ান্টে এই গাড়ি ৬ স্পিড এএমটি গিয়ারবক্স সহ বাজারে এসেছে। ছবি- টাটা নেক্সনের ওয়েবসাইট থেকে
3/10
৮.৮৭ লক্ষ টাকা দামের মধ্যে মারুতির এই ফ্রঙ্কস মডেলটি খুবই চমকপ্রদ। দুটি ট্রিমে পাওয়া যাচ্ছে এই গাড়ি। ছবি- মারুতি মোটরসের ওয়েবসাইট থেকে
4/10
মারুতি ফ্রঙ্কস এখন ৫ স্পিড ম্যানুয়াল এবং ৫ স্পিড এএমটি দুটি বিকল্পের সঙ্গেই আসছে বাজারে। এর টপ এন্ড ভার্সনটির দাম যদিও ৯.২৭ লক্ষ টাকা। ছবি- মারুতি মোটরসের ওয়েবসাইট থেকে
5/10
এরপর চলে আসে হুন্ডাই এক্সটারের নাম। তালিকায় সেরা SUV হিসেবে এই হুন্ডাই এক্সটারের মডেলে ১.২ লিটার পেট্রোল ও ডিজেল ইঞ্জিন থাকে। ছবি- হুন্ডাই এক্সটারের ওয়েবসাইট থেকে
6/10
এই গাড়ির দাম রয়েছে ৮.২৩ লক্ষ টাকা ন্যূনতম, সেখান থেকে এর দাম সর্বোচ্চ ধার্য হয়েছে ১০.২৮ লক্ষ টাকা। ছবি- হুন্ডাই এক্সটারের ওয়েবসাইট থেকে
7/10
টাটা পাঞ্চ SUV-র মধ্যে ভারতে অন্যতম জনপ্রিয় একটি গাড়ি। ৭.৬০ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে এই গাড়ির দাম। ছবি- টাটা মোটরসের ওয়েবসাইট
8/10
৫ স্পিড এএমটি ট্রান্সমিশন গিয়ার, ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এই SUV-র অন্যতম বৈশিষ্ট্য। গত মাসে এই গাড়ি ভারতে সবথেকে বেশি বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। ছবি- টাটা মোটরসের ওয়েবসাইট
9/10
আর সেরা সাশ্রয়ী SUV-র তালিকায় একেবারে শীর্ষে থাকবে নিসান ম্যাগনাইট মডেলটি। কম দামের স্বয়ংক্রিয় SUV এই নিসান ম্যাগনাইট। ছবি- নিসানের ওয়েবসাইট থেকে
10/10
১ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন সহ এই গাড়ির দাম শুরু হচ্ছে ৬.৬০ লক্ষ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৮.৭৪ লাখ টাকা। ছবি- নিসানের ওয়েবসাইট থেকে
Sponsored Links by Taboola