Top EV 2024: বছর সেরা হতে চলেছে এই ৫ ইভি, আপনি কোনটা কিনবেন ?

EV Cars: ২০২৩ পেরিয়ে এখন ২০২৪। বছরের শুরুতেই যারা ইভি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য রইল এই বছর লঞ্চ হওয়া এমন বেশ কিছু ইভি গাড়ির হদিশ। কিছু যদিও এখনও লঞ্চ হওয়ার অপেক্ষায়। টাটা থেকে মহিন্দ্রা তালিকায় কী কী

ছবি- নিজস্ব

1/10
এই তালিকার প্রথমেই উল্লেখ করতে হয় টাটা পাঞ্চ ইভির নাম। এর ন্যূনতম রেঞ্জ ৩১৫ কিমি এবং এউ গাড়িতে সর্বোচ্চ বেগ ১৪০ কিমি প্রতি ঘণ্টায়। ছবি- নিজস্ব
2/10
নেক্সন ইভির মত এই গাড়িতেও লুকের দিক থেকে অনেক মিল আছে। মাত্র ৫৬ মিনিটের মধ্যেই এতে ১০-৮০ শতাংশ চার্জ হয়ে যায়। দাম শুরু মাত্র ১০.৯৯ লাখ থেকে। ছবি- নিজস্ব
3/10
একটু অন্য ধরনের ইভি চাইলে এই বছর বাজারে লঞ্চ হওয়া সিট্রোয়েন ইভির মডেলটি আপনার পছন্দ হতেই পারে। ৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক এবং ১০.২ ইঞ্চির টাচ স্ক্রিন এই গাড়ির উপরি পাওনা। ছবি- সিট্রোয়েন ইভির ওয়েবসাইট
4/10
৩৫০ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে এই সিট্রোয়েন ইভি। এর দাম মোটামুটিভাবে ১৫-২০ লাখ টাকা। বাজেট কম থাকবে এই গাড়িটি দেখতেই পারেন আপনি। যদিও এখনও বাজারে আসেনি এই ইভি। ছবি- সিট্রোয়েন ইভির ওয়েবসাইট
5/10
নেক্সন ইভির মডেলটির মতই কার্ভ ইভিতেও MR ও LR ভ্যারিয়ান্ট থাকছে এই গাড়িতে। নেক্সন LR-এর ব্যাটারি প্যাক মিডিয়াম রেঞ্জের জন্য থাকছে ৪০.৫ কিলোওয়াট আওয়ার। বেশি রেঞ্জের মডেলের ক্ষেত্রে ব্যাটারি প্যাকটিও বড় থাকছে। ছবি- নিজস্ব
6/10
MR ভ্যারিয়ান্টের ক্ষেত্রে যেমন ৪৬০ কিমি. রেঞ্জ থাকছে, অন্যদিকে LR ভ্যারিয়ান্টের রেঞ্জ হতে পারে সর্বোচ্চ ৫৫০ কিমি। তার সঙ্গে জুড়ে যাচ্ছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS প্রযুক্তি। ছবি- নিজস্ব
7/10
এই বছরের শুরুর দিকেই বাজারে লঞ্চ হওয়ার কথা ছিল মারুতির নতুন ইলেকট্রিক গাড়ি Maruti Suzuki evX। তবে জানা গিয়েছে এই বছরের শেষ দিকে লঞ্চ হবে এই গাড়ি। ২২-২৮ লাখের মধ্যেই পেয়ে যাবেন এই ইভি। ছবি- মারুতি সুজুকির ওয়েবসাইট
8/10
৬০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক থাকছে মারুতি সুজুকি ইভি এক্সে। সঙ্গে রেঞ্জ পাওয়া যাবে ৫৫০ কিমি পর্যন্ত। ছবি- মারুতি সুজুকির ওয়েবসাইট
9/10
সবশেষে উল্লেখ করতেই হয় মহিন্দ্রা এসইউভির কথা। XUV.e8 মডেলটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। ৩৫-৪০ লাখের বাজেটে এই গাড়ি একটু প্রিমিয়াম লুক ও প্রিমিয়াম ইন্টিরিয়র এনে দেবে আপনাকে। ছবি- নিজস্ব
10/10
গত বছরের সেরা ইভির তালিকায় এখনও আছে টাটার নেক্সন ইভির মডেলটি। তাঁর উত্তরসূরি হিসেবেই বাজারে আসছে টাটা কার্ভ, এমনটা বলাই চলে। ছবি- নিজস্ব
Sponsored Links by Taboola