Toyota Camry 2024 : ৪৮ লাখে টয়োটার এই সেডান নেবেন ? না প্রিমিয়াম এসইউভি ভাল ?
স্পেস , আরাম ও বিলাসিতার দিক থেকে এই গাড়ির জুড়ি মেলা ভার। সম্প্রতি ভারতে এসেছে টয়োটা ক্যামরি ফেসলিফ্ট। ৪৮ লাখ টাক থেকে এই গাড়ির দাম শুরু। আপনার এই লাক্সারি সেডান নেওয়া উচিত, না এই টাকায় বেছে নেবেন কোনও ভাল এসইউভি ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশাল বড় গাড়ি হয়েও ভাল মাইলেজ টয়োটা ক্যামরির মূল আকর্ষণ। বিশেষত লাক্সারি কার হয়েও ২৫ কিমি মাইলেজ দাবি করে এই গাড়ি। হাইব্রিড গাড়ি হওয়ার জন্যই বড় গাড়ি হয়েও এত বেস মাইলেজ দিতে পারে নতুন ফেসলিফটেড ক্যামরি।
নতুন ক্য়ামরিতে পাবেন ৩৬০ ডিগ্রি ক্যামেরা ছাড়াও বড় টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিটস ও আরও অনেককিছু। এবার এই গাড়িত ২.৫ লিটার হাইব্রিড ইঞ্জিন দিয়েছে টয়োটা। যা পাওয়ারের সঙ্গে সঙ্গে দেবে দারুণ রিফাইনমেন্ট। এটাই গাড়ির বিশেষত্ব, যা এই সেডানকে এই সেগমেন্টে অন্য়দের থেকে আলাদা করে।
লাক্সারি সেডান হলেও এই গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা মাথায় রেখেছে টয়োটা। সেই কারণে ভারতের রাস্তায় এই গাড়ি নিয়ে চলাচল খুব একটা সমস্যা তৈরি করবে না। বড় গাড়ি হলেও ২০ বেশি মাইলেজ এর থেকে আশা করতে পারে ক্রেতারা।
ক্যামরির স্প্রিন্ট এডিশন আরও বেশ নজর কাড়তে পারে আপনার। এর গ্লসি কালার আপনাকে স্পোর্টি লুক দেবে। সঙ্গে পাবেন দুরন্ত পিক আপ। কালোর সঙ্গে লা কম্বো কালার দেওয়া হয়েছে এই গাড়িতে। এই ফেসলিফ্ট অনেকটা লেক্সাসের মতো দেখতে, যা টয়োটার ফ্ল্যাগশিপ সেডান।
ক্যামরি ফেসলিফ্ট এখন আগের থেকে অনেক বেশি বিলাসবহুল গাড়ি। যা হাইব্রিড হওয়ার কারণে বেস মাইলেজ দিচ্ছে। তাই এই দিকে নজর থাকে অনেক প্রিমায়াম ক্রেতার। তবে তারা এই বাজটে এসইউভি পেয়ে যাবেন। যা সব রাস্তার জন্য় ভাল হতে পারে।
তবে মনে রাখবেন টয়োটা ক্যামরির ফেসলিফ্ট শহরে চালকের জন্য় সেরা লাক্সারি কার হতে পারে। তবে শহরতলির বাইরে গেলেই গাড়ির এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স সমস্যা তৈরি করতে পারে। তবে ভাল রাস্তায় কোনও সমস্যা হবে না। তবে এই দামরে মধ্যে এসইউভির কথা বললে রাইডিং কোয়ালিটি অনেক ভাল পাবেন ক্যামরিতে। সঙ্গে ভাল মাইলেজ। যা সেগমেন্টে অন্য গাড়ির থেকে আলাদা করে ক্য়ামরিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -