Toyota Land Cruiser LC300: অটো অক্সপোতে প্রকাশ্য়ে এল ল্যান্ড ক্রুজারের নতুন মডেল, দেখে নিন ছবি
বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার ভারতের গাড়ির মেলায় এই এসইউভি নিয়ে এল Toyota। নতুন ল্যান্ড ক্রুজার LC300 মেলায় এনেছে কোম্পানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমূলত, অফ-রোডিং ক্ষমতা, বুলেট-প্রুফ সুরক্ষা ও বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশ্বব্যাপী সুনাম রয়েছে টয়োটার এই মডেলের।
নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজার LC300 আরও পেশিবহুল সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়ার পাশাপাশি স্লিম হেডল্যাম্পের সঙ্গে ভারতে সামনে এসেছে। এতে রয়েছে টেল-ল্যাম্প সহ নতুন প্রিমিয়াম স্টাইলিং। এক কথায় রাস্তার রাজা এই এসইউভি।
বিদেশে তিন-সারির সিটিং কনফিগারেশনের সঙ্গে পাওয়া যায় ল্য়ান্ড ক্রজারের এই মডেল। ভারতের বাজারে বিশেষ সংস্করণটি ৫-সিটার হিসাবেই আসছে।
এতে এবার বৃহত্তর আরও বড় টাচস্ক্রিন দেওয়া হয়েছে। যা আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর। এটি এখন আরও প্রিমিয়াম সামগ্রী সহ JBL-এর ১৪-স্পিকার অডিও সিস্টেম পায়৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -