Toyota Land Cruiser LC300: অটো অক্সপোতে প্রকাশ্য়ে এল ল্যান্ড ক্রুজারের নতুন মডেল, দেখে নিন ছবি
Auto Expo 2023: বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার ভারতের গাড়ির মেলায় এই এসইউভি নিয়ে এল Toyota। নতুন ল্যান্ড ক্রুজার LC300 মেলায় এনেছে কোম্পানি।
Toyota Land Cruiser LC300
1/5
বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার ভারতের গাড়ির মেলায় এই এসইউভি নিয়ে এল Toyota। নতুন ল্যান্ড ক্রুজার LC300 মেলায় এনেছে কোম্পানি।
2/5
মূলত, অফ-রোডিং ক্ষমতা, বুলেট-প্রুফ সুরক্ষা ও বিলাসবহুল গাড়ির অভিজ্ঞতা দেওয়ার জন্য বিশ্বব্যাপী সুনাম রয়েছে টয়োটার এই মডেলের।
3/5
নতুন প্রজন্মের ল্যান্ড ক্রুজার LC300 আরও পেশিবহুল সংশোধিত ফ্রন্ট ফ্যাসিয়ার পাশাপাশি স্লিম হেডল্যাম্পের সঙ্গে ভারতে সামনে এসেছে। এতে রয়েছে টেল-ল্যাম্প সহ নতুন প্রিমিয়াম স্টাইলিং। এক কথায় রাস্তার রাজা এই এসইউভি।
4/5
বিদেশে তিন-সারির সিটিং কনফিগারেশনের সঙ্গে পাওয়া যায় ল্য়ান্ড ক্রজারের এই মডেল। ভারতের বাজারে বিশেষ সংস্করণটি ৫-সিটার হিসাবেই আসছে।
5/5
এতে এবার বৃহত্তর আরও বড় টাচস্ক্রিন দেওয়া হয়েছে। যা আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর। এটি এখন আরও প্রিমিয়াম সামগ্রী সহ JBL-এর ১৪-স্পিকার অডিও সিস্টেম পায়৷
Published at : 11 Jan 2023 01:57 PM (IST)