Traffic Rules: বাইক-স্কুটারে হেলমেট ছাড়াই সন্তানকে বসান ? কত বছর পর্যন্ত কাটবে না জরিমানা ?
ভারতের রাস্তায় গাড়ি বা বাইক চালাতে গেলে কিছু ট্রাফিক আইন মেনে চলতেই হয়। ভারতের মোটর ভেহিকল আইন অনুযায়ী না চললে জরিমানা হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাস্তা বাইক বা স্কুটার নিয়ে বেরোলে চালককে অতি অবশ্যই হেলমেট মাথায় পড়তে হবে, ট্রাফিক আইনে তাই বলা হয়েছে।
হেলমেট না পরার জন্য জরিমানা হয়ে থাকে চালকের। একইভাবে সঙ্গে কোনো বাচ্চা থাকলে তাকেও হেলমেট পরাতে হবে।
আপনি যদি হেলমেট ছাড়াই স্কুটার বা বাইক চালান এবং পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনার ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
যদি কোনো শিশুর বয়স ৪ বছরের বেশি হয় এবং তিনি বাইকে বা স্কুটারে থাকেন, তাহলে তাকেও হেলমেট পরানো বাধ্যতামূলক।
৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে আইনে ছাড় রয়েছে। তবে শিখদের ক্ষেত্রে বড় ছাড় আছে।
শিখ সম্প্রদায়ের কোনো ব্যক্তি যিনি মাথায় হেলমেটের বদলে পাগড়ি পরেছেন, তাদের জরিমানা করতে পারবে না পুলিশ।
এছাড়া কোনো চিকিৎসা সংক্রান্ত কারণে কেউ যদি হেলমেট না পরেন এবং তার যথাযথ প্রমাণ দেখান, তাহলেও আইনে ছাড় পাওয়া যাবে।
ট্রাফিক আইন মেনে না চললে বড় শাস্তি হতে পারে ভারতে। এমনকী কারাবাসও করতে হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -