TVS Ronin: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাইক TVS Ronin, কী কী ফিচার রয়েছে
ভারতে লঞ্চ হয়েছে টিভিএস সংস্থার নতুন বাইক TVS Ronin। এই বাইকে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppTVS Ronin বাইক আকারে খুব বড় নয়, আবার খুব ছোটও নয়। নির্মাতারা জানিয়েছে, এই বাইক চালিয়ে চালক যথেষ্ট আরাম পাবেন। সহজে চালানোও যাবে।
টিভিএস কোম্পানির নতুন Ronin মডেলে রয়েছে এমন কিছু আধুনিক equipment, যা বাইক আরোহীকে বিভিন্ন ভাবে সাহায্য করবে বাইক চালানোর সময়।
TVS Ronin বাইকে রয়েছে LED লাইটিং, ব্লুটুথ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ডুয়াল চ্যানেল ABS, ভয়েস অ্যাসিস্ট ফিচার ও আরও অনেক কিছু।
টিভিএস- এর এই বাইকের সিট যথেষ্টই চওড়া এবং একটানা অনেকক্ষণ সফরের জন্য বেশ উপযুক্ত।
TVS Ronin বাইকে রয়েছে একটি ২২৫.৯ সিসি ইঞ্জিন। এটি একটি সিঙ্গল সিলিন্ডার ইউনিট। এই ইঞ্জিনের সাহায্যে 20bhp এবং 19.93Nm of torque শক্তি উৎপন্ন হয়।
এই বাইকে একটি সাইলেন্ট স্টার্টার সিস্টেম রয়েছে। তবে স্টার্টার বাটনে ক্রুজারের মতো আওয়াজ হয়।
এই বাইকের ৫ স্পিড গিয়ারবক্স এবং ক্লাচ যথেষ্টই হাল্কা। ফলে শহরের যেকোনও রাস্তায়, অলিগলিতে সহজেই এই বাইক চালানো সম্ভব। সহজে চালানো যাবে TVS Ronin বাইক এবং এই বাইক চালিয়ে আরাম পাবেন ইউজাররা।
খারাপ রাস্তা থাকলেও ভাল ব্রেক এবং গ্রিপের কারণে বাইক খানাখন্দে পড়ে লাফাবে না বা চালক প্রবল ঝাঁকুনির সম্মুখীন হবেন না। তবে এই বাইক দেখার দিক থেকে কিংবা ফিচারের দিক থেকে কোনও অংশেই স্পোর্টি নয়।
TVS Ronin বাইকের ডিজাইনের অনেকটাই সামঞ্জস্য রয়েছে একটি Scramble- এর সঙ্গে। তবে এই বাইককে আবার ক্রুজারও বলা সম্ভব। তবে TVS Ronin বাইকের হেডল্যাম্প ডিজাইন, তার সঙ্গে থাকা DRL, বড় আকারের ফুয়েল বা জ্বালানি ট্যাঙ্ক এবং সিটের ডিজাইনও বেশ নজরকাড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -