Upcoming Bikes 2024: পাঁচ পাঁচটি নতুন বাইক আসবে বাজারে, তালিকায় আছে হোন্ডা, ইয়ামাহার মডেলও
সাশ্রয়ী কম খরচের স্কুটারের মধ্যে রয়েছে Vepsa Elettrica 70। আশা করা হচ্ছে জুন মাসের দিকে বাজারে আসবে এই স্কুটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই স্কুটারের দাম থাকছে ৯০ হাজার টাকা। ফিচারস কী কী থাকবে তা এখনও যদিও জানা যায়নি।
Honda PCX160 মডেলের নামও আছে এই তালিকায়। ১৬০ সিসি ইঞ্জিন ৪ স্ট্রোকের ব্রেক নিয়ে এই মডেল আসছে বাজারে।
এই বাইকটিও কম খরচের মধ্যে পাওয়া যাবে। ১.২ লাখের মধ্যেই আপনার গ্যারাজে আসবে এই বাইক।
Benelli TNT300 বাইকটির নাম উঠে আসবে এই তালিকায় তিন নম্বরে। বাইকে থাকছে ইনলাইন ২ সিলিন্ডার ইঞ্জিন, লিকুইড কুলড ইঞ্জিন থাকছে।
২০২৪-এর নভেম্বর মাসে ভারতের বাজারে আসবে Benelli TNT300-এর মডেল। ১০,৫০০ আরপিএম এবং ৬৫০০ আরপিএম এই দুই ভ্যারিয়েশন থাকছে বাইকে।
Kawasaki Z400 বাইকের ক্ষেত্রে ৩৯০ সিসির একটি প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। এই বছর নভেম্বর মাসেই বাজারে আসবে এই মডেল।
Kawasaki Z400 মডেলটির দাম ৪ লাখের মধ্যে হতে চলেছে। তবে বিস্তারিত ফিচার্স এখনও কিছু জানা যায়নি।
এই বছর বাজারে আসবে এমন বাইকের তালিকায় সবশেষে আছে Yamaha-র XSR155 মডেলটির নাম। লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে।
১.৪ লাখের মধ্যে পাওয়া যাবে এই বাইক। ভারতের বাজারে আসবে এই বছরের শেষে ডিসেম্বর মাস নাগাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -